অজয় এখন আসন্ন ছবি ভোলা-এর শুটিং-এ ব্যস্ত। এখন এক ভাইরাল ভিডিওতে অভিনেতাকে স্কুটার চালাতে দেখা গিয়েছে। সেই ভিডিও ঘিরেই সোশ্যাল মিডিয়া তোলপাড়। হেলমেট পরেননি অভিনেতা তাতে। ভিডিওটি শেয়ার করে অজয় লিখেছেন, “যখন জনতা সঠিক কারণে আপনাকে তাড়া করে তখন ভাল হয়। তাঁদের ভালবাসার জন্য কৃতজ্ঞ। বিশেষ দ্রষ্টব্য- বাইক চালানোর সময় সর্বদা হেলমেট পরুন। তবে মাথায় হেলমেট ছিল না, কারণ এটি শুটিংয়ের একটি অংশ ছিল।"
আরও পড়ুন : যৌনশিক্ষা দেবেন অক্ষয় কুমার! আগামী এপ্রিল-মে মাসেই আসছে অভিনেতার নয়া প্রজেক্ট
আরও পড়ুন : 'পহেলি' প্রেম এবার সাত পাকে বাঁধা পড়ল, বাম 'হার্টথ্রব' শতরূপের বিয়ের খবর দিলেন ঊষসী
নেটিজেনরা কমেন্টে প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁদের মধ্যে একজন লিখেছেন, "মনে হচ্ছে স্যার এখন বিমল বিতরণ করতে এসেছে, তাই এত তাড়ায় রয়েছেন" দ্বিতীয়জন বলেছিলেন, "মরার জন্য দৌড়চ্ছেন অভিনেতা"। অন্য একজন বলেন, "অভিনেতা অভিনেতা হয়.. ভগবান না... ওঁর পিছনে দৌড়ে কোনও লাভ নেই।"