TRENDING:

করোনা আক্রান্ত ঐশ্বর্য, আরাধ্যার দ্রুত আরোগ্য কামনা করে ট্যুইট প্রাক্তন প্রেমিক বিবেকের

Last Updated:

গোটা বচ্চন পরিবারেই আরোগ্য কামনা করে ট্যুইট বিবেক ওবেরয়ের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চনের পর এবার করোনা আক্রান্ত হলেন ঐশ্বর্য রাই বচ্চন ও আরাধ্যা বচ্চন ৷ করোনা টেস্টের দ্বিতীয় রিপোর্টে পজিটিভ ঐশ্বর্য রাই বচ্চন ও বেবি আরাধ্যা বচ্চন ৷ অমিতাভ ও অভিষেক বচ্চনের কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ আসার পর শনিবারই বচ্চন পরিবারের বাকি সদস্যদের ইনস্ট্যান্ট করোনা টেস্ট করা হয় ৷ সেই করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেও লালারসের নমুনা পরীক্ষা রিপোর্টে ১০ বছরের আরাধ্যা ও বচ্চন পুত্রবধূর ঐশ্বর্যের শরীরে করোনা সংক্রমণের উপস্থিতি মিলেছে ৷
advertisement

এই খবর জানার পরই ট্যুইট করে গোটা পরিবারের দ্রুত আরোগ্য কামনা করেন বিবেক ওবেরয়। ট্যুইটে ঐশ্বর্য নয়, গোটা বচ্চন পরিবারেই আরোগ্য কামনা করেছেন। বিবেক তাঁর ট্যুইটে যে খবরটির লিঙ্ক দিয়েছেন, তাতে ঐশ্বর্য ও আরাধ্যার করোনা আক্রান্ত হওয়ার খবরই রয়েছে। সঙ্গে আছে ঐশ্বর্য, আরাধ্যার ছবিও।

advertisement

রবিবার সন্ধ্যায় অভিষেক বচ্চন ট্যুইটারে লেখেন, "চিকিৎসকরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরা হাসপাতালেই থাকব।" অর্থাৎ আরও কিছুদিন নানাবতী হাসপাতালের কেবিনেই পর্যবেক্ষণাধীন থাকতে হবে বিগ-বিকে। হাসপাতালে থাকবেন অভিষেকও।

সেরা ভিডিও

আরও দেখুন
জয়নগরের মোয়া, তাও আবার সুগার ফ্রি! উইন্টার ডেলিকেসি এখন সবার নাগালে, কোথায় পাবেন? জানুন
আরও দেখুন

তবে অন্যদিকে, করোনার পরীক্ষা করা হয় জয়া বচ্চন ও অমিতাভ কন্যা শ্বেতা বচ্চনেরও৷ লালারস পরীক্ষা করা হয় অমিতাভের নাতি অগ্যস্ত নন্দা ও নাতনি নব্যা নভেলি নন্দারও ৷ তবে এই চারজনেরই রিপোর্ট আসে নেগেটিভ ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
করোনা আক্রান্ত ঐশ্বর্য, আরাধ্যার দ্রুত আরোগ্য কামনা করে ট্যুইট প্রাক্তন প্রেমিক বিবেকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল