TRENDING:

তারার মাঝে তোমায় দেখব, হাসব-ভালবাসব, সুশান্তের মৃত্যুর একমাসে একতা কাপুরের পোস্ট

Last Updated:

যেখানেই আছো, ভাল থাকো সুশি, তোমার জন্য অনেক ভালবাসা রইল, আবেগে ভাসলেন একতা কাপুর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মু্ম্বই: সুশান্ত সিং রাজপুত প্রয়াত হয়েছেন একমাস পূর্ণ হয়েছে ৷ এই বিগত একমাস ধরে প্রিয় অভিনেতার প্রয়াণ ব্যাথিত করেছে ভক্তদের ৷ তাঁর মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক জল্পনা শুরু হয়েছে ৷ কেউ তাঁর মৃত্যুকে মানসিক অবসাদ বলে ব্যাখ্যা দিচ্ছেন তো কেউ কেউ তাঁর মৃত্যুকে বলিউডের স্বজনপোষণের ব্যাখ্যা হিসাবে তুলে ধরেছেন ৷ এরই মাঝে তদন্ত এগিয়ে চলেছে, মুম্বই পুলিশ ইতিমধ্যেই হেভিওয়েট থেকে শুরু করে সুশান্ত সিং রাজপুতের পরিবারের সদস্যকে জেরা করেছে ৷
advertisement

সেই তালিকায় সঞ্জয়লীলা বনশালি, তাঁর ক্রিয়েটিভ ম্যানেজার, তাঁর পরিচারক থেকে শুরু করে বন্ধুবান্ধব, যশরাজ ফিল্মসের প্রাক্তন আধিকারিকদেরও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ ৷ দ্বিতীয়বার জেরা করা হয়েছে তাঁর বোনকেও ৷ এরই মাঝে সুশান্তের চলে যাওয়ার একমাসও হয়েছে ৷ প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে থেকে শুরু করে কথিত গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী, পরিচালক মুকেশ ছাবড়া সুশান্তের স্মৃতিতে আবেগে পরিপূর্ণ পোস্ট করেছেন ৷ বাকি নেই একতা কাপুরও ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জয়নগরের মোয়া, তাও আবার সুগার ফ্রি! উইন্টার ডেলিকেসি এখন সবার নাগালে, কোথায় পাবেন? জানুন
আরও দেখুন

তিনি ইনস্টাগ্রামে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন ৷ যখনই তারার মাঝে তোমাকে দেখব, হাসব ৷ তুমি যেখানে আছো, ভাল থেকো ৷ তোমার জন্য অনেক ভালবাসা রইল ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
তারার মাঝে তোমায় দেখব, হাসব-ভালবাসব, সুশান্তের মৃত্যুর একমাসে একতা কাপুরের পোস্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল