আদিত্যর মৃতদেহর ময়নাতদন্ত চলছে হাসপাতালে। কীভাবে আচমকা মৃত্যু হল অভিনেতার? দানা বাঁধছে রহস্য। নায়কের আর এক বন্ধুর দাবি, নায়কের হার্ট অ্যাটাক হয়েছে। অথবা বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত লেগে মৃত্যু হয়েছে। যদিও সূত্রের দাবি, অতিরিক্ত মাদক সেবন অর্থাৎ ড্রাগ ওভারডোজেই মৃত্যু হয়েছে নায়কের।
আরও পড়ুন: ফের মৃত্যু বলি তারকার! বাথরুম থেকে মিলল অভিনেতা আদিত্য সিং রাজপুতের নিথর দেহ
advertisement
আরও পড়ুন: মাদক নয়, অন্য কারণ? আদিত্যর মৃত্যু নিয়ে বিস্ফোরক বন্ধু, রবিবারও বারে গিয়ে পার্টি করেন নায়ক, তার পর…
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট না বেরনো পর্যন্ত কিছু বলা যাবে না। তবে পুলিশ অভিনেতার শরীরে দু’টি আঘাতের চিহ্ন দেখেছে। মাথার পিছনে ফোলা এবং বাঁদিকের কানে কেটে যাওয়ার চিহ্ন।
ফের রহস্যজনক মৃত্যু বিনোদন জগতে। সোমবার, ২২ মে, বাথরুম থেকে নিথর দেহ উদ্ধার প্রখ্যাত অভিনেতা, মডেল, কাস্টিং কোঅর্ডিনেটর আদিত্যর। সংবাদমাধ্যমের খবর, তাঁকে যখন হাসপাতালে আনা হয়েছে, ততক্ষণে তিনি মৃত। মাত্র ৩২ বছর বয়সেই থেমে গেল আদিত্যর পথচলা।