এক সপ্তাহের মধ্যেই এবার মেয়ের ছবি শেয়ার করলেন আদিত্য। তবে মেয়ের মুখ এখনই দেখাতে চান না বাইরের লোককে। তাই নরম কাপড়ে মুড়ে একরত্তিকে কোলে নিয়ে তার পিছন থেকে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন আদিত্য নারায়ণ। এবং এরই সঙ্গে জানিয়েছেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা। মেয়ের সঙ্গে প্রথম ছবি পোস্ট করে বাবা আদিত্য লিখেছেন, 'কৃতজ্ঞ, ভাগ্যবান। কয়েক মাস আমি আমার পরীর সঙ্গে সময় কাটাব। খুব শীঘ্রই ফিরে আসব ডিজিটাল দুনিয়ায়।'
advertisement
আরও পড়ুন: চিনে ফের ভয়ঙ্কর করোনা সংক্রমণ-আতঙ্ক! লকডাউন জারি করে 'ঘরবন্দি' ৯০ লক্ষ মানুষ
আরও পড়ুন: দৃষ্টিভ্রমকারী এই ছবিতে রয়েছে একাধিক সংখ্যা, একটাও খুঁজে পাচ্ছেন?
অর্থাৎ, আপাতত ডিজিটাল দুনিয়া থেকে দূরে থেকে শুধুমাত্র মেয়ের সঙ্গে সময় কাটাতে চান আদিত্য। কিছুদিন আগে শেষ হয়েছে সা রে গা মা পা। ফলে সঞ্চালনার কাজও আপাতত তাঁর ঘাড় থেকে নেমেছে। তাই নিজের জীবনের নতুন ইনিংস দারুণ ভাবে উপভোগ করতে চান গায়ক। শুধু তাই না, মেয়ের নামও জানিয়েছেন আদিত্য। একরত্তির নাম রাখা হয়েছে তভিশা।
এ বছরের জানুয়ারিতে একটি অনুষ্ঠানে কন্যাসন্তানের বাবা হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন আদিত্য নারায়ণ। সত্যিই তিনি কন্যাসন্তানেরই বাবা হতে পেরেছেন, হয়েছে ইচ্ছেপূরণ। আদিত্য সেই সময় বলেছিলেন, 'আমি মেয়ের বাবা হতে চাই, কারণ মেয়েরা তাঁদের বাবাদের সবচেয়ে কাছের হন।' একই সঙ্গে উদিত নারায়ণ ও তাঁর স্ত্রী দীপা নারায়ণ ঝা-ও এই খবরে খুবই উচ্ছ্বসিত।
