China Lockdown Again: চিনে ফের ভয়ঙ্কর করোনা সংক্রমণ-আতঙ্ক! লকডাউন জারি করে 'ঘরবন্দি' ৯০ লক্ষ মানুষ
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
প্রায় ৯০ লক্ষ মানুষ এই লকডাউনের জেরে গৃহবন্দি হয়েছেন (China Lockdown Again)।
#বেজিং: চিন থেকেই প্রথম সারা বিশ্বে করোনাভাইরাস ছড়িয়েছিল বলে অনুমান বিশেষজ্ঞদের। ভয়াবহতা কমলেও, এখনও গোটা পৃথিবীতেই কোভিড ১৯-এর (coronavirus) দাপট জারি রয়েছে। তারই মধ্যে নতুন করে চিনে করোনার (coronavirus) একটি নতুন ভাইরাসের সংক্রমণ-আতঙ্ক ছড়িয়েছে (China Lockdown Again)। যার জেরে শুক্রবার উত্তর-পূর্ব চিনের শিল্পনগরী চাংচুনে লকডাউন জারি করা হয়েছে। প্রায় ৯০ লক্ষ মানুষ এই লকডাউনের জেরে গৃহবন্দি হয়েছেন (China Lockdown Again)।
প্রশাসনের তরফে করোনাবিধি মেনে চলার নির্দেশ জারি করা হয়েছে (China Lockdown Again)। একই সঙ্গে বাড়ি থেকে বের হলে প্রত্যেককে অন্তত তিন বার করোনা পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধ করা হয়েছে সমস্ত যান চলাচল ও ব্যবসা। শুধুমাত্র জরুরি পরিষেবায় রয়েছে ছাড়। গত ২ বছরে বৃহস্পতিবার প্রথম এই চাংচুন শহরে হাজারের বেশি করোনা পজিটিভ রোগী ধরা পড়েছেন। তার পরেই এই শহরে লকডাউন জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
advertisement
BREAKING: China imposes a lockdown on 9 million residents in the northeastern industrial center of Changchun amid a new virus outbreak. https://t.co/OCQk84OoAf
— The Associated Press (@AP) March 11, 2022
advertisement
আরও পড়ুন: রেলে চাকরির পরীক্ষা দিয়েছেন? এই গুরুত্বপূর্ণ খবরটি অবশ্যই জানুন
এর মধ্যে ৯৮টি পজিটিভ রোগীর সন্ধান মিলেছে জিলিন প্রদেশে। তবে শুক্রবার চাংচুনে ২ জন করোনা রোগী পাওয়া গিয়েছে। জিলিন প্রদেশের রাজধানী চাংচুন। গুরুত্বপূর্ণ শিল্পশহরও বটে। সংক্রমণ ঠেকাতে লকডাউন জারি করা হয়েছে এই শহরে। সংবাদ সংস্থা এপি-র প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। এ সপ্তাহে চিনে কোভিড আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। নতুন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৯৬। ২০২০-তে কোভিড সংক্রমণের পর থেকে যা এই প্রথম।
advertisement
অতীতের আতঙ্ক যাতে কোনওভাবেই ফের না থাবা বসাতে পারে সেজন্য অতিরিক্ত সতর্ক চিন। লকডাউন এবং কোভিড টেস্টের মাধ্যমে আক্রান্তদের নির্বাচিত করা এবং পৃথক করে তাঁদের চিকিৎসা করার পন্থা অবলম্বন করছে শি জিনপিংয়ের সরকার। উল্লেখযোগ্যভাবে, কোভিডের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি নিয়েছে চিন। অর্থাৎ কোথাও করোনা সংক্রমণ ধরা পড়লেই সেই অংশে লকডাউন করা হচ্ছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 11, 2022 5:53 PM IST