মহালয়ার দিন খাঁটি বাঙালি সাজে নুসরত। পরনে লাল পাড় সাদা শাড়ি। চোখে কাজল, কপালে লাল টিপ, পায়ে আলতা, ভিজে চুল... পিঠখোলা শাড়িতে হৃদয়ে দোলা দিয়ে গেল শত শত পুরুষের। সোশ্যাল মিডিয়া পোস্টে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে ইতিমধ্যেই।
আরও পড়ুন: মহালয়াতেই টলিপাড়ায় দুর্গাপুজো! বনি-কৌশানির চোখে 'শুভ বিজয়া'র দুঃখের সুর
বাওয়ালি রাজবাড়িতে ‘আগমনী’ স্পেশ্যাল এই শ্যুটিং সেরেছেন নুসরত। নিজেকে সাজাচ্ছেন কাজল আর লাল টিপে। পুকুর পাড়ে বসে আলতা পায়ে নূপূর পরছেন অভিনেত্রী! অন্যদিকে শিল্পী খুব যত্ন সহকারে মাকে সাজাচ্ছেন নিজ হাতে। রিলস-এ পিছনে বাজছে- ‘বাজলো তোমার আলোর বেণু’।
আরও পড়ুন: মীরের গলায় চণ্ডীপাঠ শুনতে চাওয়ার অনুরোধ! প্রস্তাবে ক্ষমা চান অভিনেতা
সব ধর্মের সব দিনগুলিই সেলিব্রেট করেন বসিরহাটের তারকা-সাংসদ নুসরত জাহান রুহি। অভিনেত্রীর সমর্থনে এগিয়ে এলেথেন তাঁর ভক্তরা। নুসরতকে অসম্ভব সুন্দর লাগছে জানিয়েছেন অনুরাগীরা।