আরও পড়ুন: মিতালি রাজের জন্মদিনে দারুণ 'উপহার' দিলেন সৃজিত মুখোপাধ্যায়!
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ রাজারহাটের রাস্তায় 'মহাভারত মার্ডারস' নামে একটি ওয়েব সিরিজের শ্যুটিং করছিলেন প্রিয়াঙ্কা এবং অর্জুন চক্রবর্তী । শুটিংয়ের সেটে কর্ডন ভেঙে আচমকাই ঢুকে পড়ে এক বেপরোয়া বাইক, ধাক্কা মারে প্রিয়াঙ্কা এবং অর্জুনকে। দুই অভিনেতাই ছিটকে পড়েন রাস্তায়। দুর্ঘটনায় প্রিয়াঙ্কার পাশাপাশি আহত হয়েছেন অর্জুনও। দু'জনকেই তড়িঘড়ি স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে স্থানান্তরিত করা হয় বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে (Actress Priyanka Sarkar Injured)। অর্জুনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও প্রিয়াঙ্কার এক্স-রে করার পর দেখা যায় ডান পায়ের হাড় গুড়ো গুড়ো হয়ে গিয়েছে (Actress Priyanka Sarkar Injured)
advertisement
আরও পড়ুন: বিয়েটা সেরেই ফেললেন প্রয়াত সুশান্তের বান্ধবী অঙ্কিতা? দেখুন অনুষ্ঠানের ছবি
পুলিশ জানিয়েছেন, বাইকচালক মদ্যপ অবস্থায় ছিলেন। প্রিয়াঙ্কা ও অর্জুনকে ধাক্কা মেরেই তিনি উধাও হয়ে যান। মত্র বাইকচালকের খোঁজে তল্লাসি চালাচ্ছে পুলিশ।