Ankita Lokhande Vicky Jain: বিয়েটা সেরেই ফেললেন প্রয়াত সুশান্তের বান্ধবী অঙ্কিতা? দেখুন অনুষ্ঠানের ছবি

Last Updated:
অঙ্কিতার মায়ের ইনস্টাগ্রাম প্রোফাইলে মেলে সেদিনের আনুষ্ঠানের বেশ কিছু ছবি! দেখা যায়, অঙ্কিতার বাড়ি ফুল দিয়ে সাজানো। বিয়ের পোশাকেই অঙ্কিতা-ভিকি! পরিবারের অনেকেই উপস্থিত রয়েছেন অনুষ্ঠানে।
1/8
কথা ছিল, ১২ ডিসেম্বর হবে বিয়ে, কিন্তু বোধহয় আর তর সইল না প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডের! প্রেমিক ভিকি জৈনের সঙ্গে বোধহয় আগেই গাটছড়া বেঁধে নিলেন তিনি, তাও আবার গোপনে, অন্তত ভিকির ইনস্টাগ্রাম প্রোফাইল তাই-ই বলছে!
কথা ছিল, ১২ ডিসেম্বর হবে বিয়ে, কিন্তু বোধহয় আর তর সইল না প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডের! প্রেমিক ভিকি জৈনের সঙ্গে বোধহয় আগেই গাটছড়া বেঁধে নিলেন তিনি, তাও আবার গোপনে, অন্তত ভিকির ইনস্টাগ্রাম প্রোফাইল তাই-ই বলছে!
advertisement
2/8
শুক্রবার ভিকি নিজের ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেন! একটি ছবিতে দেখা যাচ্ছে, দরজার সামনে নাচের পোজে দাঁড়িয়ে ভিকি-অঙ্কিতা, দুজনেরই মাথায় ‘মুন্ডাভালিয়া’। বিয়ের দিন মরাঠি বর এবং কনে মাথায় এই মুক্তোর মালা পরে থাকেন
শুক্রবার ভিকি নিজের ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেন! একটি ছবিতে দেখা যাচ্ছে, দরজার সামনে নাচের পোজে দাঁড়িয়ে ভিকি-অঙ্কিতা, দুজনেরই মাথায় ‘মুন্ডাভালিয়া’। বিয়ের দিন মরাঠি বর এবং কনে মাথায় এই মুক্তোর মালা পরে থাকেন
advertisement
3/8
অন্য ছবিটি ভিকির একার, দেখা যাচ্ছে তাঁর মাথায় কেউ 'মুন্ডাভালিয়া' বেঁধে দিচ্ছেন!
অন্য ছবিটি ভিকির একার, দেখা যাচ্ছে তাঁর মাথায় কেউ 'মুন্ডাভালিয়া' বেঁধে দিচ্ছেন!
advertisement
4/8
অঙ্কিতার মায়ের ইনস্টাগ্রাম প্রোফাইলে মেলে সেদিনের বেশ কিছু ছবি! দেখা যায়, অঙ্কিতার বাড়ি ফুল দিয়ে সাজানো। বিয়ের পোশাকেই অঙ্কিতা-ভিকি! পরিবারের অনেকেই উপস্থিত রয়েছেন অনুষ্ঠানে।
অঙ্কিতার মায়ের ইনস্টাগ্রাম প্রোফাইলে মেলে সেদিনের বেশ কিছু ছবি! দেখা যায়, অঙ্কিতার বাড়ি ফুল দিয়ে সাজানো। বিয়ের পোশাকেই অঙ্কিতা-ভিকি! পরিবারের অনেকেই উপস্থিত রয়েছেন অনুষ্ঠানে।
advertisement
5/8
মায়ের সঙ্গে অঙ্কিতা
মায়ের সঙ্গে অঙ্কিতা
advertisement
6/8
সেলফি তোলায় ব্যস্ত 'নববধূ'
সেলফি তোলায় ব্যস্ত 'নববধূ'
advertisement
7/8
কথা ছিল, গিয়ায় বসবে বিয়ের আসর! কিন্তু এবার কী তবে আগাভাগে বাড়িতেই সেরে ফেললেন বিয়েটা?
কথা ছিল, গিয়ায় বসবে বিয়ের আসর! কিন্তু এবার কী তবে আগাভাগে বাড়িতেই সেরে ফেললেন বিয়েটা?
advertisement
8/8
এই ছবিগুলো নিয়েই শুরু হয়েছে জোর চর্চা! নেটিজেনদের একাংশ বলছেন, বিয়েটা সেরেই ফেললেন ভিকি-অঙ্কিতা, কেউ আবার বলছেন ছবিগুলো বোধহয় বিয়ের আগের ফোটো সেশন!
এই ছবিগুলো নিয়েই শুরু হয়েছে জোর চর্চা! নেটিজেনদের একাংশ বলছেন, বিয়েটা সেরেই ফেললেন ভিকি-অঙ্কিতা, কেউ আবার বলছেন ছবিগুলো বোধহয় বিয়ের আগের ফোটো সেশন!
advertisement
advertisement
advertisement