শনিবার রাতে ইনস্টাগ্রাম এবং ট্যুইটারে লিখলেন, 'আজ আমার কোভিডের রিপোর্ট পজিটিভ এসেছে। যদিও আমার খুব বেশি উপসর্গ নেই। হালকা জ্বর, সর্দি, কাশি। তবু আমি সবাইকে অনুরোধ করছি, গত ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আমার সংস্পর্শে যাঁরা এসেছেন, দয়া করে তাঁরা নিজেদের কোভিড পরীক্ষা করিয়ে নিন। আগামী কয়েক দিনের জন্য রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করতে হচ্ছে বলে ক্ষমা চেয়ে নিচ্ছি।'
advertisement
একইসঙ্গে নায়িকা তাঁর ভক্তদের আশ্বাস দিলেন, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আরও শক্তি সঞ্চয় করে আবার মাঠে নামবেন তিনি। তাঁর পোস্টের তলায় এসে হাজার অনুরাগী তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করেছেন।
আরও পড়ুন: অপরাজিত 'সত্যজিতের' ছায়া থেকে বেরিয়ে এবার ভিন্ন লুকে জিতু কমল!
দেশে প্রতিদিন বেড়ে চলেছে কোভিড-১৯ সংক্রমণ। এক দিনে ১৮,৭৩৮ জন মানুষ নতুন করে করোনাভাইরাসে সংক্রামিত হলেন। যদিও গত শনিবারের ১৯,৪০৬ সংক্রমণের চেয়ে সামান্য হলেও কমেছে সংক্রমণ।
আরও পড়ুন: সামান্য হলেও কমেছে দৈনিক সংক্রমণ, তবে কমছে না কোভিডে মৃত্যু, একদিনে আক্রান্ত ১৮,৭৩৮
ভারতের কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা বেড়ে এখন ৪,৪১,৪৫,৭৩২। সক্রিয় সংক্রমণের সংখ্যা এখন ১,৩৪,৯৩৩, রবিবার জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কোভিডে আক্রান্ত হয়ে দেশে একদিনে প্রাণ হারিয়েছেন ৪০ জন। দেশে এখন করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫,২৬,৬৮৯। নতুন এই ৪০ টি মৃত্যুর মধ্যে ৮ জনই কেরলের।