#নয়াদিল্লি: মাস্কবিধি বা শারীরিক দূরত্বের বিধি না মেনে প্রতিদিন বেড়ে চলেছে কোভিড-১৯ সংক্রমণ। এক দিনে ১৮,৭৩৮ জন মানুষ নতুন করে করোনাভাইরাসে সংক্রামিত হলেন। যদিও গত শনিবারের ১৯,৪০৬ সংক্রমণের চেয়ে সামান্য হলেও কমেছে সংক্রমণ। ভারতের কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা বেড়ে এখন ৪,৪১,৪৫,৭৩২। সক্রিয় সংক্রমণের সংখ্যা এখন ১,৩৪,৯৩৩, রবিবার জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কোভিডে আক্রান্ত হয়ে দেশে একদিনে প্রাণ হারিয়েছেন ৪০ জন। দেশে এখন করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫,২৬,৬৮৯। নতুন এই ৪০ টি মৃত্যুর মধ্যে ৮ জনই কেরলের।
স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, সক্রিয় সংক্রমণ মোট সংক্রমণের ০.৩১ শতাংশ। COVID-19 সংক্রমণ থেকে সেরে ওঠার হার এখন ৯৮.৫০ শতাংশ। গত ২৪ ঘণ্টার ব্যবধানে সক্রিয় COVID-19 সংক্রমণ বেড়েছে ১৪০ টি। দৈনিক পজিটিভিটির হার ৪.৯৬ শতাংশ। সাপ্তাহিক পজিটিভিটির হার ৪.৬৩ শতাংশ। সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ৪,৩৪,৬৫,৫৫২, যেখানে মৃত্যুর হার ১.১৯ শতাংশ।
আরও পড়ুন- জনসংখ্যায় চিনকে ছাড়াতে চলেছে ভারত! এত মানুষকে সরকারি ভর্তুকি জোগানোই সঙ্কট এখন
আরও পড়ুন- এই প্রথম! দেশের শীর্ষ বিজ্ঞান সংস্থার প্রধান পদে মহিলা, জয় জয়কার নল্লাথাম্বির
স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ৭০ শতাংশেরও বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে কোমর্বিডিটির কারণে। মন্ত্রকের মতে, দেশব্যাপী COVID-19 টিকাকরণ অভিযানের ড্রাইভের অধীনে এখনও পর্যন্ত দেশে ২০৫.৯২ কোটি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। ভারতের কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা ২০২০ সালের ৭ অগাস্ট ছিল ২০ লক্ষ, ২৩ অগাস্ট ৩০ লক্ষ, ৫ সেপ্টেম্বর ৪০ লক্ষ এবং ১৬ সেপ্টেম্বর ৫০ লক্ষ অতিক্রম করেছিল। ২৮ সেপ্টেম্বর ৬০ লাখ, ১১ অক্টোবর ৭০ লাখ, ২৯ অক্টোবর ৮০ লাখ, ২০ নভেম্বর ৯০ লাখ এবং ১৯ ডিসেম্বর এক কোটি সংক্রমণ হয়। গত বছরের ২৩ জুন তিন কোটি এবং চলতি বছরের ২৫ জানুয়ারি চার কোটি সংক্রমণ ঘটেছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus COVID 19