Covid-19 Update: সামান্য হলেও কমেছে দৈনিক সংক্রমণ, তবে কমছে না কোভিডে মৃত্যু, একদিনে আক্রান্ত ১৮,৭৩৮

Last Updated:

New Coronavirus cases in India: কোভিডে আক্রান্ত হয়ে দেশে একদিনে প্রাণ হারিয়েছেন ৪০ জন। দেশে এখন করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫,২৬,৬৮৯।

দেশে এখন করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫,২৬,৬৮৯।
দেশে এখন করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫,২৬,৬৮৯।
#নয়াদিল্লি: মাস্কবিধি বা শারীরিক দূরত্বের বিধি না মেনে প্রতিদিন বেড়ে চলেছে কোভিড-১৯ সংক্রমণ। এক দিনে ১৮,৭৩৮ জন মানুষ নতুন করে করোনাভাইরাসে সংক্রামিত হলেন। যদিও গত শনিবারের ১৯,৪০৬ সংক্রমণের চেয়ে সামান্য হলেও কমেছে সংক্রমণ। ভারতের কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা বেড়ে এখন ৪,৪১,৪৫,৭৩২। সক্রিয় সংক্রমণের সংখ্যা এখন ১,৩৪,৯৩৩, রবিবার জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কোভিডে আক্রান্ত হয়ে দেশে একদিনে প্রাণ হারিয়েছেন ৪০ জন। দেশে এখন করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫,২৬,৬৮৯। নতুন এই ৪০ টি মৃত্যুর মধ্যে ৮ জনই কেরলের।
স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, সক্রিয় সংক্রমণ মোট সংক্রমণের ০.৩১ শতাংশ। COVID-19 সংক্রমণ থেকে সেরে ওঠার হার এখন ৯৮.৫০ শতাংশ। গত ২৪ ঘণ্টার ব্যবধানে সক্রিয় COVID-19 সংক্রমণ বেড়েছে ১৪০ টি। দৈনিক পজিটিভিটির হার ৪.৯৬ শতাংশ। সাপ্তাহিক পজিটিভিটির হার ৪.৬৩ শতাংশ। সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ৪,৩৪,৬৫,৫৫২, যেখানে মৃত্যুর হার ১.১৯ শতাংশ।
advertisement
advertisement
স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ৭০ শতাংশেরও বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে কোমর্বিডিটির কারণে। মন্ত্রকের মতে, দেশব্যাপী COVID-19 টিকাকরণ অভিযানের ড্রাইভের অধীনে এখনও পর্যন্ত দেশে ২০৫.৯২ কোটি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। ভারতের কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা ২০২০ সালের ৭ অগাস্ট ছিল ২০ লক্ষ, ২৩ অগাস্ট ৩০ লক্ষ, ৫ সেপ্টেম্বর ৪০ লক্ষ এবং ১৬ সেপ্টেম্বর ৫০ লক্ষ অতিক্রম করেছিল। ২৮ সেপ্টেম্বর ৬০ লাখ, ১১ অক্টোবর ৭০ লাখ, ২৯ অক্টোবর ৮০ লাখ, ২০ নভেম্বর ৯০ লাখ এবং ১৯ ডিসেম্বর এক কোটি সংক্রমণ হয়। গত বছরের ২৩ জুন তিন কোটি এবং চলতি বছরের ২৫ জানুয়ারি চার কোটি সংক্রমণ ঘটেছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Covid-19 Update: সামান্য হলেও কমেছে দৈনিক সংক্রমণ, তবে কমছে না কোভিডে মৃত্যু, একদিনে আক্রান্ত ১৮,৭৩৮
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement