First Woman Scientist Head of CSIR: এই প্রথম! দেশের শীর্ষ বিজ্ঞান সংস্থার প্রধান পদে মহিলা, জয় জয়কার নল্লাথাম্বি কালাইসেলভির

Last Updated:

Nallathamby Kalaiselvi CSIR: নল্লাথাম্বি কালাইসেলভি ২০১৯ সালের ফেব্রুয়ারিতে একজন মহিলা হিসেবে প্রথম সেন্ট্রাল ইলেক্ট্রোকেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের (CSIR-CECRI) প্রধান হয়েছিলেন।

Nallathamby Kalaiselvi
Nallathamby Kalaiselvi
#নয়াদিল্লি: শনিবার বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা কাউন্সিলের (CSIR) মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন প্রবীণ বিজ্ঞানী নল্লাথাম্বি কালাইসেলভি। সারা দেশে ৩৮টি গবেষণা প্রতিষ্ঠানের কনসোর্টিয়ামের নেতৃত্বদানকারী প্রথম মহিলা হলেন নল্লাথাম্বি। লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষেত্রে তাঁর কাজের জন্য সুপরিচিত নল্লাথাম্বি কালাইসেলভি বর্তমানে তামিলনাড়ুর কারাইকুডিতে CSIR-সেন্ট্রাল ইলেক্ট্রোকেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক। শেখর মান্ডের পর এই পদের দায়িত্বভার গ্রহণ করলেন তিনি। এপ্রিল মাসে শেখর মান্ডের অবসরের পর থেকে CSIR-এর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল জৈবপ্রযুক্তি বিভাগের সচিব রাজেশ গোখলেকে।
নল্লাথাম্বি কালাইসেলভি বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা বিভাগের সচিব হিসেবেও দায়িত্ব পালন করবেন। দুই বছরের জন্য এই পদে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। নল্লাথাম্বি কালাইসেলভি ২০১৯ সালের ফেব্রুয়ারিতে একজন মহিলা হিসেবে প্রথম সেন্ট্রাল ইলেক্ট্রোকেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের (CSIR-CECRI) প্রধান হয়েছিলেন।
advertisement
advertisement
একই ইনস্টিটিউটে একজন প্রারম্ভিক বিজ্ঞানী হিসাবে গবেষণায় তাঁর কর্মজীবন শুরু করেছিলেন নল্লাথাম্বি। তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার একটি ছোট শহর আম্বাসামুধরামের বাসিন্দা কালাইসেলভি তামিল মিডিয়াম স্কুলেই পড়াশোনা করে। কলেজে বিজ্ঞান নিয়ে পড়াশোনার সূত্রটা ছিল স্কুল থেকেই।
২৫ বছরেরও বেশি সময় ধরে গবেষণা করছেন তিনি। মূলত ইলেক্ট্রোকেমিক্যাল পাওয়ার সিস্টেম এবং বিশেষত, ইলেক্ট্রোড উপাদানগুলির বিকাশ এবং শক্তি সঞ্চয় নিয়ে কাজ করেন তিনি।
advertisement
তাঁর গবেষণার বিষয়ের মধ্যে রয়েছে লিথিয়াম এবং লিথিয়াম ব্যাটারির ঊর্ধ্বের বিষয়, সুপারক্যাপাসিটর এবং বর্জ্য থেকে সম্পদ চালিত ইলেক্ট্রোড এবং শক্তি সঞ্চয়ের জন্য ইলেক্ট্রোলাইট এবং ইলেক্ট্রোক্যাটালিটিক অ্যাপ্লিকেশন।
বর্তমানে কার্যকরি সোডিয়াম-আয়ন/লিথিয়াম-সালফার ব্যাটারি এবং সুপারক্যাপাসিটরগুলির বিকাশে কাজ করছেন তিনি। ন্যাশনাল মিশন ফর ইলেকট্রিক মোবিলিটিতে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তাঁর। কালাইসেলভির ১২৫ টিরও বেশি গবেষণাপত্র এবং ছয়টি পেটেন্ট রয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
First Woman Scientist Head of CSIR: এই প্রথম! দেশের শীর্ষ বিজ্ঞান সংস্থার প্রধান পদে মহিলা, জয় জয়কার নল্লাথাম্বি কালাইসেলভির
Next Article
advertisement
Hong Kong Fire Update: মৃত বেড়ে ১২৮, এখনও নিখোঁজ দুশো! হংকংয়ের বহুতলে কীভাবে বিধ্বংসী আগুন, শুরু তদন্ত
মৃত বেড়ে ১২৮, এখনও নিখোঁজ দুশো! হংকংয়ের বহুতলে কীভাবে বিধ্বংসী আগুন, শুরু তদন্ত
  • হংকংয়ের বহুতলে অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১২৮৷

  • এখনও নিখোঁজ প্রায় দুশো জন৷

  • কীভাবে লাগল আগুন, শুরু তদন্ত৷

VIEW MORE
advertisement
advertisement