PM Narendra Modi: "দেশের আদিবাসী স্বাধীনতা সংগ্রামীদের জন্য জাদুঘর বানানো উচিত": প্রধানমন্ত্রী মোদি
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Azadi Ka Amrit Mahotsav: “আমাদের উচিত স্থানীয় আদিবাসী জাদুঘর নির্মাণ করে তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো,” বলেন প্রধানমন্ত্রী।
#নয়াদিল্লি: দেশের বাস্তবতার সঙ্গে যুব সম্প্রদায়ের পরিচিতি ঘটানোর অন্যতম সুযোগ হল আজাদি কা অমৃত মহোৎসব উদযাপন, শনিবার এমনটাই বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের স্বাধীনতার ৭৫ বছর উদযাপনের পর্যালোচনার তৃতীয় জাতীয় সভায় বক্তৃতাকালীন প্রধানমন্ত্রী বলেন, “দেশের প্রতিটি নাগরিকের অবদানের কারণেই আজাদি কা অমৃত মহোৎসবের সাফল্য রচিত হয়েছে।”
“আজাদি কা অমৃত মহোৎসবকে জনসাধারণের কাছে নিয়ে যাওয়ার জন্য জাতীয়, রাজ্য এবং জেলা স্তরের কমিটিগুলি দিনরাত কাজ করছে,” বলেন মোদি। লোকসভার স্পিকার ওম বিড়লা, রাজ্যপাল, কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজনৈতিক নেতা, আধিকারিক, মিডিয়া ব্যক্তিত্ব, আধ্যাত্মিক নেতা, শিল্পী ও চলচ্চিত্র ব্যক্তিত্ব এবং অন্যান্য স্তরের বিশিষ্ট ব্যক্তিরা সহ জাতীয় কমিটির বিভিন্ন সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন। বেশ কয়েকজন অংশগ্রহণকারীও বৈঠকে যোগ দেন।
advertisement
advertisement
বৈঠক চলাকালীন, সচিব (সংস্কৃতি), গোবিন্দ মোহন, শুরু থেকে আজাদি কা অমৃত মহোৎসবের কার্যক্রমের সার্বিক ভাবনার উপর একটি উপস্থাপনাও শেয়ার করেন, জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে প্রকাশিত একটি প্রেস বিবৃতিতে।
ওই বিবৃতি অনুযায়ী, প্রধানমন্ত্রী দেশের আদিবাসী স্বাধীনতা সংগ্রামীদের অবদানের কথাও তুলে ধরেছেন। “আমাদের উচিত স্থানীয় আদিবাসী জাদুঘর নির্মাণ করে তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো,” বলেন প্রধানমন্ত্রী।
advertisement
নরেন্দ্র মোদি জানান, এই সব অঞ্চলে বসবাসকারী মানুষের জীবন সম্পর্কে যুব সম্প্রদায়কে পরিচিত করতে সীমান্ত গ্রাম কর্মসূচি গ্রহণ করা উচিত। একইভাবে, প্রতিটি জেলায় ৭৫ টি সরোবর নির্মাণের কর্মসূচি এবং জল ও পরিবেশ সংরক্ষণের জন্য সহায়ক অনুরূপ কর্মসূচিগুলির কথাও ভাবা উচিত। তিনি বলেন, “দেশের বাস্তবতা বুঝতে সাহায্য পেতে হলে এই ধরনের কর্মসূচির সঙ্গে পরিচিত হওয়া উচিত তরুণদের।”
advertisement
গত মাসেই, প্রধানমন্ত্রী ১৩ থেকে ১৫ অগাস্টের মধ্যে নিজেদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন বা প্রদর্শন করে ‘হর ঘর তিরঙ্গা’ আন্দোলনকে শক্তিশালী করার জন্য নাগরিকদের কাছে আবেদন করেছিলেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 07, 2022 8:12 AM IST