Jeetu Kamal: অপরাজিত 'সত্যজিতের' ছায়া থেকে বেরিয়ে এবার ভিন্ন লুকে জিতু কমল!

Last Updated:

অর্ণব মিদ্যার ছবি সেদিন কুয়াশা ছিল-র শ্যুটিং শেষ হয়েছে বেশ কিছুদিন আগেই৷ এই ছবিতে জিতু অভিনয় অনবদ্য, বলছেন পরিচালক৷

#কলকাতা: অপরাজিত ছবি সুপারহিট৷ এই ছবির হাত ধরেই রাতারাতি স্টার হয়ে গিয়েছেন জিতু কমল (Jeetu Kamal)৷ অপরাজিত ছবিতে সত্যজিত রায়ের অনুসরণে তৈরি চরিত্রে অভিনয়ে জিতু সফল৷ দেশ বিদেশে বাঙালি দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি৷
বহুদিন ধরে তিনি অভিনয় করছেন৷ কখনও ছবিতে, কখনও ধারাবাহিকে৷ তবে এভাবে সত্যজিত রায়ের জুতোয় পা গলিয়ে যে সাফল্য আসবে, তা সম্ভবত কখনও কল্পনা করতে পারেননি জিতু নিজেও৷ এখন তাঁর হাতে রয়েছে বেশ কয়েকটি ছবি৷ তিতুমীরের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে৷ শেষ হয়েছে সে দিন কুয়াশা ছিল ছবির শ্যুটিং৷ ছবির ডাবিং-ও করে ফেললেন জিতু৷ একেবারে অন্য রকম লুকে দেখা মিলল নায়কের৷
advertisement
advertisement
আগের থেকে এখন আরও বেশি কাজে ব্যস্ত হয়ে পড়েছেন জিতু৷ একের পর এক ছবি বেছে নিচ্ছেন তিনি৷ বাংলা ছবি পেয়েছে আরও এক নায়ককে৷ এখন জিতুর কাঁধেও রয়েছে দর্শকদের ভাল ছবি উপহার দেওয়ার দায়িত্ব৷ তাই খুব বেছে, সময় নিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন তিনি৷ এবার তিনি হচ্ছেন তিতুমীর৷ পরিচালক দেবাদিত্য বন্দ্যোপাধ্যায়ের ছবি তিতুমীর-এ জিতুই প্রধান চরিত্রে। অপরাজিত-র সময় থেকেই দেখা গিয়েছে, কোনও চরিত্র পেলে তার ব্যাপারে তিনি কতটা মনোযোগী। অন্যথা হচ্ছে না এক্ষেত্রেও। ইতিমধ্যেই তিতুমীর চরিত্র নিয়েও শুরু করে দিয়েছেন হোম ওয়ার্ক। নিয়মিত চলছে ওয়ার্কশপ৷ সঙ্গে শারীরিকভাবে নিজেকে প্রস্তুত করতে জিমেও যেতে হচ্ছে রোজ৷ এরই মাঝে জিতুকে দেখা গেল সে দিন কুয়াশা ছিল ছবির ডাবিং-এ৷
advertisement
অর্ণব মিদ্যার ছবি সেদিন কুয়াশা ছিল-র শ্যুটিং শেষ হয়েছে বেশ কিছুদিন আগেই৷ এই ছবিতে জিতু অভিনয় অনবদ্য, বলছেন পরিচালক৷ জিতু কমল যে আবারও দর্শকদের মন ভরিয়ে দেবেন, তাঁর অভিনয় দিয়ে, জোর গলায় বলছেন অর্ণব৷ অভিনেতা জিতু তো বটেই, মানুষ জিতুর প্রশংসায় পঞ্চমুখ অর্ণব মিদ্যা৷ "জিতুকে অনেক দিন ধরেই চিনি৷ খুবই মন খোলা স্বভাবের৷ একবার বন্ধুত্ব জমে গেলে আর কথাই নেই৷ ওর মতো ভাল মনের মানুষ খুব কম রয়েছে৷" নিজের ছবির অভিনেতার কথা বলতে গিয়ে এমনই মত অর্ণবে৷ একই সঙ্গে তিনি জানান, সেদিন কুয়াশা ছিল ছবিতে ছোট ছোট ৩টি গল্প রয়েছে৷
advertisement
সেদিন কুয়াশা ছিল ছবির ডাবিং-এ জিতু কমল৷ সঙ্গে পরিচালক অর্ণব মিদ্যা৷ সেদিন কুয়াশা ছিল ছবির ডাবিং-এ জিতু কমল৷ সঙ্গে পরিচালক অর্ণব মিদ্যা৷
জিতুর চরিত্রটি আর পাঁচটি সাধারণ ছেলের মতোই৷ গ্রামের বাড়ি থেকে শহরে এসে বসবাস করছে সে৷ সেখানেই তাঁর স্ত্রী, সন্তান নিয়ে সংসার৷ তবে বাবা-মা রয়েছেন গ্রামে৷ তাঁদের সঙ্গে তৈরি হয়েছে দূরত্ব৷ হঠাৎ একদিন তার বাবা-মা শহরের বাড়িতে আসেন৷ যা পছন্দ করে না স্ত্রী৷ সেই নিয়ে ছেলে ও বাবা-মায়ের মধ্যে যে দ্বন্দ্ব, তা তুলে ধরা হয়েছে ছবিতে৷ একই সঙ্গে বাবা-মায়ের প্রতি নিজের দায়িত্ব সঠিক ভাবে পালন না করতে পেরে পাপবোধে ভুগতে থাকেন ছেলে৷ আর সেই ছেলের চরিত্রে জিতুর অভিনয় নিঁখুত, মানছেন খোদ পরিচালক৷
advertisement
সেদিন কুয়াশা ছিল ছবিতে জিতুর লুক সেদিন কুয়াশা ছিল ছবিতে জিতুর লুক
ছবির এই গল্পে জিতুর সঙ্গে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়, লিলি চক্রবর্তী, সায়ন্তনী গুহ ঠাকুরতাকে৷ রয়েছে পরাণ বন্দ্যোপাধ্যায়ের নাতনি পৃথা বন্দ্যোপাধ্যায়৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Jeetu Kamal: অপরাজিত 'সত্যজিতের' ছায়া থেকে বেরিয়ে এবার ভিন্ন লুকে জিতু কমল!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement