Actor Raja and Madhubani: রাজা ও মধুবনীর সংসারে নতুন অতিথি!

Last Updated:
অভিনয় না করলেও নিজের ব্যবসা শুরু করেছেন মধুবনী৷ খুলে ফেলেছেন একটি পার্লার৷
1/7
রাজা-মধুবনী খুব জনপ্রিয় জুটি৷ ভালবাসা ডট কম সিরিয়ালের ওম এবং তোড়ার প্রেম গড়ায় বাস্তবেও৷ বিয়ে করেন দু’জনে৷ এখন তাঁরা সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন৷
রাজা-মধুবনী খুব জনপ্রিয় জুটি৷ ভালবাসা ডট কম সিরিয়ালের ওম এবং তোড়ার প্রেম গড়ায় বাস্তবেও৷ বিয়ে করেন দু’জনে৷ এখন তাঁরা সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন৷
advertisement
2/7
তাঁদের সন্তান কেশবও ধীরে ধীরে বড় হচ্ছে৷ কেশবের জন্য আপাতত কাজ বন্ধ রেখেছেন মধুবনী৷ ছেলেকে নিজেই কোলে-পিঠে করে বড় করছেন তিনি৷ ছেলে একটু বড় না হওয়া পর্যন্ত অভিনয়ে ফিরতে চান না মধুবনী৷ রাজাকে নিয়মিত দেখা যাচ্ছে সিরিয়ালে৷ তিনি চুটিয়ে কাজ করছেন৷
তাঁদের সন্তান কেশবও ধীরে ধীরে বড় হচ্ছে৷ কেশবের জন্য আপাতত কাজ বন্ধ রেখেছেন মধুবনী৷ ছেলেকে নিজেই কোলে-পিঠে করে বড় করছেন তিনি৷ ছেলে একটু বড় না হওয়া পর্যন্ত অভিনয়ে ফিরতে চান না মধুবনী৷ রাজাকে নিয়মিত দেখা যাচ্ছে সিরিয়ালে৷ তিনি চুটিয়ে কাজ করছেন৷
advertisement
3/7
ইনস্টাগ্রাম, ইউটিউবে দারুণ ভিডিও পোস্ট করছেন রাজা-মধুবনী৷ সেখানে ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন নিজেদের জীবনযাত্রার গল্প৷ সেখানে থাকছে ছেলে কেশবের কাণ্ডকারখানাও৷ কখনও একসঙ্গে আইসক্রিম খেতে যাওয়া তো কখনও ছেলের সঙ্গে মজা, সবই উঠে আসছে তাদের ভ্লগে৷
ইনস্টাগ্রাম, ইউটিউবে দারুণ ভিডিও পোস্ট করছেন রাজা-মধুবনী৷ সেখানে ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন নিজেদের জীবনযাত্রার গল্প৷ সেখানে থাকছে ছেলে কেশবের কাণ্ডকারখানাও৷ কখনও একসঙ্গে আইসক্রিম খেতে যাওয়া তো কখনও ছেলের সঙ্গে মজা, সবই উঠে আসছে তাদের ভ্লগে৷
advertisement
4/7
মধুবনীকে কোনও সিরিয়ালে দেখা না গেলেও একটি রিয়ালিটি শো ইস্মার্ট জোড়ি-তে উপস্থিত ছিলেন দু’জনে৷ সেখানে জুটি হিসেবেই নানা গেমস খেলা, নিজেদের সম্বোন্ধে বলা আরও অনেক কিছু অ্যাক্টিভিটি ছিল৷ এই শোয়ের সঞ্চালক ছিলেন জিৎ৷ দর্শকদের পছন্দে রাজা-মধুবনী জুটি সেরা হয়৷
মধুবনীকে কোনও সিরিয়ালে দেখা না গেলেও একটি রিয়ালিটি শো ইস্মার্ট জোড়ি-তে উপস্থিত ছিলেন দু’জনে৷ সেখানে জুটি হিসেবেই নানা গেমস খেলা, নিজেদের সম্বোন্ধে বলা আরও অনেক কিছু অ্যাক্টিভিটি ছিল৷ এই শোয়ের সঞ্চালক ছিলেন জিৎ৷ দর্শকদের পছন্দে রাজা-মধুবনী জুটি সেরা হয়৷
advertisement
5/7
কিছুদিন আগে ছেলে এবং পরিবারের সকলকে নিয়ে পুরীতে বেড়াতে গিয়েছিলেন তারা৷ সেখানে সমুদ্রতটে ছেলের সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করেন দু’জনে৷
কিছুদিন আগে ছেলে এবং পরিবারের সকলকে নিয়ে পুরীতে বেড়াতে গিয়েছিলেন তারা৷ সেখানে সমুদ্রতটে ছেলের সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করেন দু’জনে৷
advertisement
6/7
অভিনয় না করলেও নিজের ব্যবসা শুরু করেছেন মধুবনী৷ খুলে ফেলেছেন একটি পার্লার৷ রূপ-লাবণ্য বিকশিত করতে সব ধরনের চর্চাই হয় সেখানে৷
অভিনয় না করলেও নিজের ব্যবসা শুরু করেছেন মধুবনী৷ খুলে ফেলেছেন একটি পার্লার৷ রূপ-লাবণ্য বিকশিত করতে সব ধরনের চর্চাই হয় সেখানে৷
advertisement
7/7
আর রাজা-মধুবনী কিনে ফেলেছেন তাঁদের পছন্দের দু’চাকা গাড়ি! রয়্যাল এনফিল্ড বাইক পছন্দ তাদের৷ এবং সেই বাইক ঘরে এনেছেন তারা৷ পরিবারের সকলে মিলে গিয়েছিলেন শোরুমে, বাইক আনতে৷ সঙ্গে ছিল তাদের ছেলে কেশবও!
আর রাজা-মধুবনী কিনে ফেলেছেন তাঁদের পছন্দের দু’চাকা গাড়ি! রয়্যাল এনফিল্ড বাইক পছন্দ তাদের৷ এবং সেই বাইক ঘরে এনেছেন তারা৷ পরিবারের সকলে মিলে গিয়েছিলেন শোরুমে, বাইক আনতে৷ সঙ্গে ছিল তাদের ছেলে কেশবও!
advertisement
advertisement
advertisement