Dia Mirza Niece Death: My Child, My Jaan, gone...অত্যন্ত মর্মান্তিক পোস্ট অভিনেত্রীর

Last Updated:

অভিনেত্রীর অত্যন্ত কাছের সন্তানসম তনয়া কংগ্রেস নেতা ফিরোজ খানের কন্যা৷ তাঁর অকালমৃত্যুতে হৃদয়বিদারক পোস্ট লিখলেন দিয়া

#মুম্বই: গাড়ির দুর্ঘটনায় খুব কাছে মানুষকে হারালেন বলি অভিনেত্রী দিয়া মির্জা৷ সোমবার সকালে হায়দরাবাদের রাস্তায় ঘটে এই মর্মান্তিক ঘটনা৷ শমশাবাদ এয়ারপোর্ট রোডের উপর হয় গাড়ি দুর্ঘটনা৷ মৃত্যু হয় তনয়া কাকড়ের৷ সম্পর্কে দিয়ার ভাগ্নি তনয়া ছিলেন নায়িকার সন্তানসম৷ এতটাই দিয়া তাকে স্নেহ করতেন যে, বিদায় বার্তায় তিনি তাঁকে মাই চাইল্ড বলে উল্লেখ করেছেন৷ এই মৃত্যুতে দিয়া মির্জা অত্যন্ত ব্যথিত৷ সোশ্যাল মিডিয়ায় হৃদয়বিদারক পোস্ট লিখেছেন তিনি৷
তিনি লিখেছেন "আমার ভাগ্নি, আমার বাচ্চা, আমার প্রাণ.. আর নেই...যেখানেই যাও তুমি, শান্তিতে, ভালবাসায় থেকো৷ তুমি সবসময় আমাদের মন হাসিতে ভরিয়ে দিতে৷ তুমি সামনে থাকা মানেই আমাদের হৃদয় পরিপূর্ণ হত৷ ওম শান্তি৷"
advertisement
advertisement
তাঁর এই পোস্টটির পরই বলিউডের তারকা, দিয়ার সব বন্ধুরা তাঁকে সমবেদনা জানান৷ বোমন ইরানি লেখেন, "কোনও শব্দ নেই তোমায় সান্তনা দেওয়ার৷ খুবই কষ্টের খবর৷ প্রর্থনা করি তাড়াতাড়ি এই শোক কাটিয়ে ওঠো৷ সোনি রাজদান লিখেছেন, "ওহ দিয়া, এ এক অপূরণীয় ক্ষতি৷ নিজের খেয়াল রেখো"৷ তিলত্তমা শোম লিখেছেন, "তোমার, আর পরিবারের প্রতি সমবেদনা৷" এছাড়াও সুনীল শেট্টি, ইশা গুপ্তা, ঋদ্ধিমা কাপুর সাহনি শ্রদ্ধা জানিয়েছেন৷
advertisement
দিয়ার ভাগ্নি তনয়া কংগ্রেস নেতা ফিরোজ খানের মেয়ে৷ জানা গিয়েছে প্রথমে ডাভাইডারে গাড়িটি ধাক্কা দেয়৷ তার পর উল্টে যায়৷ অন্য দুই যাত্রীও আহত হয়েছেন, তবে তারা বিপন্নমুক্ত৷
শমশাবাদের পুলিশকর্তা জানিয়েছেন যে দুর্ঘটনায় তনয়ার মাথায় মারাত্মক চোট লাগে৷ ঘটনার পরপরই তাকে ওসমানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তবে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷
advertisement
অন্যদিকে কাজের ক্ষেত্রে দিয়াকে এবার দেখা যাবে ধক ধক ছবিতে৷ তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন রত্না পাঠক শাহ, ফতিমা সানা শেইখ, সঞ্জনা সাংঘি৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Dia Mirza Niece Death: My Child, My Jaan, gone...অত্যন্ত মর্মান্তিক পোস্ট অভিনেত্রীর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement