TRENDING:

Sameer Khakhar Passed Away: প্রয়াত সমীর খাখর, হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্য়াগ করেন জনপ্রিয় বলিউড অভিনেতা

Last Updated:

Sameer Khakhar Passed Away: দীর্ঘ চার দশকের কেরিয়ার। পর্দার সামনে এবং নেপথ্য়ে চুটিয়ে কাজ করেছিলেন সমীর। জনপ্রিয় ধারাবাহিক 'নুক্কাড়'-এ তাঁর চরিত্র দাগ ফেলেছিল দর্শক-মনে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: প্রয়াত অভিনেতা সমীর খাখর। শ্বাসজনিত সমস্য়ায় ভুগছিলেন বর্ষীয়ান অভিনেতা। এ ছাড়াও ছিল অন্য়ান্য় শারীরিক সমস্য়া। চিকিৎসার জন্য় মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই শেষ নিঃশ্বাস ত্য়াগ করেন সমীর। মৃত্য়ুুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
প্রয়াত সমীর খাখর
প্রয়াত সমীর খাখর
advertisement

দীর্ঘ চার দশকের কেরিয়ার। পর্দার সামনে এবং নেপথ্য়ে চুটিয়ে কাজ করেছিলেন সমীর। জনপ্রিয় ধারাবাহিক 'নুক্কাড়'-এ তাঁর চরিত্র দাগ ফেলেছিল দর্শক-মনে। মাঝে অভিনয় জগতকে বিদায় জানিয়ে আমেরিকা চলে গিয়েছিলেন সমীর। বেশ কয়েক বছর সেখানে থাকার পর আবার ভারতে ফিরে আসেন তিনি। তার পর ফের ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন।

সমীরের ঝুলিতে রয়েছে 'মনোরঞ্জন', 'সার্কাস', 'শ্রীমান শ্রীমতী', 'আদালত'-এর মতো জনপ্রিয় সব কাজ। সাম্প্রতিক কালে সুধীর মিশ্রের 'সিরিয়াস মেন'-এও পার্শ্বচরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।

advertisement

আরও পড়ুন: মুখ দেখাদেখি একেবারেই বন্ধ! নতুন করে 'প্রাক্তন' শাহরুখকে খোঁচা প্রিয়াঙ্কার

আরও পড়ুন: 'নাটু নাটু' নিয়ে কি গর্বিত হওয়া উচিত? অস্কারজয়ী গান নিয়ে ক্ষোভ উগরে দিলেন অনন্যা

সেরা ভিডিও

আরও দেখুন
জঙ্গলের আড়ালে নিভে যাওয়া শিক্ষার প্রদীপ! মহাশ্বেতা দেবীর স্বপ্নের বিদ্যালয় অবহেলায় পড়ে
আরও দেখুন

সমীরের ভাই গণেশ সংবাদমাধ্য়মকে জানান, মঙ্গলবার অভিনেতার শ্বাসজনিত সমস্য়া দেখা যায়। বাড়িতে চিকিৎসক ডেকে আনা হলে সমীরকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেওয়া হয়। তার পরেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্ষীয়ান অভিনেতাকে। বুধবার ভোর চারটে নাগাদ প্রয়াত হন তিনি। সমীরকে হারিয়ে শোকস্তব্ধ বলিউড। শোক প্রকাশ করেছেন তাঁর সহকর্নীরা।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Sameer Khakhar Passed Away: প্রয়াত সমীর খাখর, হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্য়াগ করেন জনপ্রিয় বলিউড অভিনেতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল