দীর্ঘ চার দশকের কেরিয়ার। পর্দার সামনে এবং নেপথ্য়ে চুটিয়ে কাজ করেছিলেন সমীর। জনপ্রিয় ধারাবাহিক 'নুক্কাড়'-এ তাঁর চরিত্র দাগ ফেলেছিল দর্শক-মনে। মাঝে অভিনয় জগতকে বিদায় জানিয়ে আমেরিকা চলে গিয়েছিলেন সমীর। বেশ কয়েক বছর সেখানে থাকার পর আবার ভারতে ফিরে আসেন তিনি। তার পর ফের ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন।
সমীরের ঝুলিতে রয়েছে 'মনোরঞ্জন', 'সার্কাস', 'শ্রীমান শ্রীমতী', 'আদালত'-এর মতো জনপ্রিয় সব কাজ। সাম্প্রতিক কালে সুধীর মিশ্রের 'সিরিয়াস মেন'-এও পার্শ্বচরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।
advertisement
আরও পড়ুন: মুখ দেখাদেখি একেবারেই বন্ধ! নতুন করে 'প্রাক্তন' শাহরুখকে খোঁচা প্রিয়াঙ্কার
আরও পড়ুন: 'নাটু নাটু' নিয়ে কি গর্বিত হওয়া উচিত? অস্কারজয়ী গান নিয়ে ক্ষোভ উগরে দিলেন অনন্যা
সমীরের ভাই গণেশ সংবাদমাধ্য়মকে জানান, মঙ্গলবার অভিনেতার শ্বাসজনিত সমস্য়া দেখা যায়। বাড়িতে চিকিৎসক ডেকে আনা হলে সমীরকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেওয়া হয়। তার পরেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্ষীয়ান অভিনেতাকে। বুধবার ভোর চারটে নাগাদ প্রয়াত হন তিনি। সমীরকে হারিয়ে শোকস্তব্ধ বলিউড। শোক প্রকাশ করেছেন তাঁর সহকর্নীরা।
