Shah Rukh Khan-Priyanka Chopra: মুখ দেখাদেখি একেবারেই বন্ধ! নতুন করে 'প্রাক্তন' শাহরুখকে খোঁচা প্রিয়াঙ্কার

Last Updated:
Shah Rukh Khan-Priyanka Chopra: সম্প্রতি আরও একবার চর্চায় শাহরুখ-প্রিয়াঙ্কা রসায়ন। সৌজন্য়ে 'দেশি গার্ল'-এর একটি মন্তব্য়।
1/6
চেনা গণ্ডিতে নিজেকে আটকে রাখেননি। বলিউডের সফল কেরিয়ার ছেড়ে পাড়ি দিয়েছিলেন হলিউডে। সেখানে শূন্য় থেকে শুরু করে বহুদূর এগিয়েছেন তিনি। প্রিয়াঙ্কা চোপড়া। দু'দশকের দীর্ঘ কেরিয়ারে তাঁকে নিয়ে বিতর্কও কম হয়নি।
চেনা গণ্ডিতে নিজেকে আটকে রাখেননি। বলিউডের সফল কেরিয়ার ছেড়ে পাড়ি দিয়েছিলেন হলিউডে। সেখানে শূন্য় থেকে শুরু করে বহুদূর এগিয়েছেন তিনি। প্রিয়াঙ্কা চোপড়া। দু'দশকের দীর্ঘ কেরিয়ারে তাঁকে নিয়ে বিতর্কও কম হয়নি।
advertisement
2/6
এক সময়ে শাহরুখ খানের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জনে উত্তাল ছিল চারদিক। এমনও গুঞ্জন যে, চুপিচুপি আমেরিকায় বিয়ে সেরেছিলেন তাঁরা। তবে এ বিষয়ে আগাগোড়াই চুপ থেকেছে দুই তারকা। তবে সম্প্রতি আরও একবার চর্চায় শাহরুখ-প্রিয়াঙ্কা রসায়ন। সৌজন্য়ে 'দেশি গার্ল'-এর একটি মন্তব্য়।
এক সময়ে শাহরুখ খানের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জনে উত্তাল ছিল চারদিক। এমনও গুঞ্জন যে, চুপিচুপি আমেরিকায় বিয়ে সেরেছিলেন তাঁরা। তবে এ বিষয়ে আগাগোড়াই চুপ থেকেছে দুই তারকা। তবে সম্প্রতি আরও একবার চর্চায় শাহরুখ-প্রিয়াঙ্কা রসায়ন। সৌজন্য়ে 'দেশি গার্ল'-এর একটি মন্তব্য়।
advertisement
3/6
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের পেশাগত জীবন নিয়ে কথা বলছিলেন প্রিয়াঙ্কা। কী ভাবে হলিউ।  নিজের জায়গা তৈরি করেছেন, সে বিষয়েও বিস্তারিত জানান তিনি। তখনই ভারতীয় তারকাদের। হলিউডে কাজের অনীহার প্রসঙ্গ তোলা হয়। উদাহরণ দিতে গিয়ে প্রশ্নকর্তা বলেন, 'শাহরুখ খান বলেন, 'আমি কেন হলিউডে যাব? বলিউডে আরামে আছি।'
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের পেশাগত জীবন নিয়ে কথা বলছিলেন প্রিয়াঙ্কা। কী ভাবে হলিউ। নিজের জায়গা তৈরি করেছেন, সে বিষয়েও বিস্তারিত জানান তিনি। তখনই ভারতীয় তারকাদের। হলিউডে কাজের অনীহার প্রসঙ্গ তোলা হয়। উদাহরণ দিতে গিয়ে প্রশ্নকর্তা বলেন, 'শাহরুখ খান বলেন, 'আমি কেন হলিউডে যাব? বলিউডে আরামে আছি।'
advertisement
4/6
তখনই সপাট উত্তর দেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, "আরামে থাকাটা আমার কাছে একঘেয়ে।" অর্থাৎ শাহরুখের সঙ্গে যে তিনি একমত নন, তা স্পষ্টই বুঝিয়ে দেন অভিনেত্রী।
তখনই সপাট উত্তর দেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, "আরামে থাকাটা আমার কাছে একঘেয়ে।" অর্থাৎ শাহরুখের সঙ্গে যে তিনি একমত নন, তা স্পষ্টই বুঝিয়ে দেন অভিনেত্রী।
advertisement
5/6
প্রিয়াঙ্কার কথায়, "এটা আমার দম্ভ নয়। আমি নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী। সেটে পা রাখার পর থেকে কী করছি, সে বিষয়ে আমার স্পষ্ট ধারণা থাকে। কোনও এক্সিকিউটিভের আশ্বাসের দরকার পড়ে না।"
প্রিয়াঙ্কার কথায়, "এটা আমার দম্ভ নয়। আমি নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী। সেটে পা রাখার পর থেকে কী করছি, সে বিষয়ে আমার স্পষ্ট ধারণা থাকে। কোনও এক্সিকিউটিভের আশ্বাসের দরকার পড়ে না।"
advertisement
6/6
এত সাফল্য়ের পরেও অডিশন দিয়ে কাজ পেতে কোনও সমস্য়া নেই প্রিয়াঙ্কার। তিনি বলেন, "এক দেশের সাফল্য়ের বোঝা আমি অন্য় দেশে বয়ে নিয়ে যাই না।"
এত সাফল্য়ের পরেও অডিশন দিয়ে কাজ পেতে কোনও সমস্য়া নেই প্রিয়াঙ্কার। তিনি বলেন, "এক দেশের সাফল্য়ের বোঝা আমি অন্য় দেশে বয়ে নিয়ে যাই না।"
advertisement
advertisement
advertisement