Ananya Chatterjee on Naatu Naatu: 'নাটু নাটু' নিয়ে কি গর্বিত হওয়া উচিত? অস্কারজয়ী গান নিয়ে ক্ষোভ উগরে দিলেন অনন্যা

Last Updated:

Ananya Chatterjee on Naatu Naatu এম এম কিরাবাণীর এই গান কি আদৌ এই পুরস্কারের যোগ্য়? একটি পোস্টের মাধ্য়মে সেই প্রশ্নই তুলেছেন অনন্যা।

'নাটু নাটু'র অস্কার জয় নিয়ে কী বললেন অনন্য়া
'নাটু নাটু'র অস্কার জয় নিয়ে কী বললেন অনন্য়া
কলকাতা: একদিন পেরিয়েছে। তবু যেন অস্কার-আমেজ কাটতে চাইছে না। আরও একবার বিশ্বমঞ্চে ভারতীয় ছবির জয়জয়কার। চর্চা হওয়াই তো স্বাভাবিক! গোল্ডেন গ্লোবের পর এস এস রাজামৌলির 'আরআরআর'-এর ঝুলিতে অস্কার। সেরা মৌলিক গানের বিভাগে পুরস্কৃত হয়েছে 'নাটু নাটু'। আর তাতেই সারা দেশ জুড়ে এক প্রকার উৎসবের মরশুম। কিন্তু তারই মধ্য়ে বিস্ফোরক অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্য়ায়। এম এম কিরাবাণীর এই গান কি আদৌ এই পুরস্কারের যোগ্য়? একটি পোস্টের মাধ্য়মে সেই প্রশ্নই তুলেছেন তিনি।
জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী ইংরেজিতে একটি পোস্ট দিয়েছেন। যার সারমর্ম, 'বুঝতে পারছি না। 'নাটু নাটু'কে নিয়ে কি গর্বিত হওয়া উচিত? আমরা কোন দিকে এগচ্ছি? সবাই চুপ করে আছে কেন? আমাদের কাছে কি এর থেকে ভাল কোনও গান ছিল না?' এ ভাবেই নিজের অসন্তোষের কথা ফেসবুকের দেওয়ালে উগরে দিয়েছেন অনন্যা।
advertisement
advertisement
অনন্য়ার কথাকে সমর্থন জানিয়ে অনেকেই তাঁর পোস্টে মন্তব্য় করেছেন। উঠে এসেছে বাংলার ছেলে শৌনক সেনের অস্কার না পাওয়ার প্রসঙ্গও। নেটিজেনদের একাংশ আবার অনন্যার মতের বিরোধিতাও করেছেন।
গত বছর মার্চে মুক্তি পেয়েছিল 'আরআরআর'। বক্স অফিসের যাবতীয় রেকর্ড ভেঙে দিয়েছিল ছবিটি। একই সঙ্গে 'নাটু নাটু'-তে বুঁদ হয়েছিল আসমুদ্রহিমাচল। সেরা মৌলিক গানের শিরোপা নিতে মঞ্চে উঠে নাটু নাটুর শ্রষ্ঠা কীরাবাণী ধন্যবাদ জানান অ্যাকাডেমিকে। তিনি বলেন, "আমার শুধু একটাই ইচ্ছে.. আরআরআর প্রতিটি ভারতীয়র গর্ব হোক এবং আমি যেন বিশ্বের শীর্ষদের তালিকায় থাকতে পারি৷"
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ananya Chatterjee on Naatu Naatu: 'নাটু নাটু' নিয়ে কি গর্বিত হওয়া উচিত? অস্কারজয়ী গান নিয়ে ক্ষোভ উগরে দিলেন অনন্যা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement