Oscars 2023: অস্কারের মঞ্চে ভারতীয় তারকাদের চাঁদের হাট, রইল ছবি

Last Updated:
৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার ভারতীয় সিনেমার সিনেমার মুকুটে যোগ করেছে নতুন পালক। দক্ষিণী ছবি 'আর আর আর' এর 'নাটু নাটু' সেরা মৌলিক গান ও 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' সেরা ডকুমেন্টারি শর্ট হিসেবে ভারতের ঝুলিতে এনেছে অস্কার। সব মিলিয়ে উদযাপনের মেজাজে ভারতীয় সিনেমার কলাকুশলীরা।
1/11
৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার ভারতীয় সিনেমার  সিনেমার মুকুটে যোগ করেছে নতুন পালক। দক্ষিণী ছবি 'আর আর আর' এর 'নাটু নাটু' সেরা মৌলিক গান ও 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' সেরা ডকুমেন্টারি শর্ট হিসেবে ভারতের ঝুলিতে এনেছে অস্কার। সব মিলিয়ে উদযাপনের মেজাজে ভারতীয় সিনেমার কলাকুশলীরা। তার মধ্যে চেরি অন দ্য কেক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দীপিকা পাড়ুকোনের উপস্থিতি! কিছুদিন যাবত শোনা যাচ্ছিল ফিফা ওয়ার্ল্ড কাপের পর আবার আন্তর্জাতিক মঞ্চে দেখা যাবে দীপিকাকে। আর সেই গুঞ্জন অনুযায়ী দীপিকাকে দেখা গেল অস্কারের মঞ্চে। নাটু নাটু গানের আগে বক্তব্য রাখলেন তিনি। এর আগে অবশ্য ভারতীয় হিসেবে প্রিয়াঙ্কা চোপড়াকেও অস্কারের মঞ্চে দেখা গিয়েছিল। অস্কার সন্ধ্যায় ভারতীয় তারাকারা নানা মুহূর্তকে করলেন ফ্রেমবন্দী রইল তারই কিছু ঝলক।
৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার ভারতীয় সিনেমার সিনেমার মুকুটে যোগ করেছে নতুন পালক। দক্ষিণী ছবি 'আর আর আর' এর 'নাটু নাটু' সেরা মৌলিক গান ও 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' সেরা ডকুমেন্টারি শর্ট হিসেবে ভারতের ঝুলিতে এনেছে অস্কার। সব মিলিয়ে উদযাপনের মেজাজে ভারতীয় সিনেমার কলাকুশলীরা। তার মধ্যে চেরি অন দ্য কেক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দীপিকা পাড়ুকোনের উপস্থিতি! কিছুদিন যাবত শোনা যাচ্ছিল ফিফা ওয়ার্ল্ড কাপের পর আবার আন্তর্জাতিক মঞ্চে দেখা যাবে দীপিকাকে। আর সেই গুঞ্জন অনুযায়ী দীপিকাকে দেখা গেল অস্কারের মঞ্চে। নাটু নাটু গানের আগে বক্তব্য রাখলেন তিনি। এর আগে অবশ্য ভারতীয় হিসেবে প্রিয়াঙ্কা চোপড়াকেও অস্কারের মঞ্চে দেখা গিয়েছিল। অস্কার সন্ধ্যায় ভারতীয় তারাকারা নানা মুহূর্তকে করলেন ফ্রেমবন্দী রইল তারই কিছু ঝলক।
advertisement
2/11
রাম চরণ এবং জুনিয়র এনটিআর অস্কার ২০২৩ রেড কার্পেটের সময় একে অপরকে আলিঙ্গন করছেন। (ছবি: ইনস্টাগ্রাম)
রাম চরণ এবং জুনিয়র এনটিআর অস্কার ২০২৩ রেড কার্পেটের সময় একে অপরকে আলিঙ্গন করছেন। (ছবি: ইনস্টাগ্রাম)
advertisement
3/11
দীপিকা পাড়ুকোন এবং রাম চরণ একই ফ্রেমে ধরা দিলেন। (ছবি: ইনস্টাগ্রাম)
দীপিকা পাড়ুকোন এবং রাম চরণ একই ফ্রেমে ধরা দিলেন। (ছবি: ইনস্টাগ্রাম)
advertisement
4/11
পরিচালক এসএস রাজামৌলির দুই হাত ধরে দাঁড়িয়ে 'আর আর আর'-এর দুই অভিনেতা  জুনিয়র এনটিআর ও রাম চরণ। (ছবি: ইনস্টাগ্রাম)
পরিচালক এসএস রাজামৌলির দুই হাত ধরে দাঁড়িয়ে 'আর আর আর'-এর দুই অভিনেতা জুনিয়র এনটিআর ও রাম চরণ। (ছবি: ইনস্টাগ্রাম)
advertisement
5/11
কার্তিকি গনসালভেস এবং গুনীত মঙ্গা অস্কার অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে। (ছবি: ইনস্টাগ্রাম)
কার্তিকি গনসালভেস এবং গুনীত মঙ্গা অস্কার অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে। (ছবি: ইনস্টাগ্রাম)
advertisement
6/11
অস্কারে রাম চরণ এবং এসএস রাজামৌলি তাঁদের স্ত্রীদের সঙ্গে। (ছবি: ইনস্টাগ্রাম)
অস্কারে রাম চরণ এবং এসএস রাজামৌলি তাঁদের স্ত্রীদের সঙ্গে। (ছবি: ইনস্টাগ্রাম)
advertisement
7/11
 অনুষ্ঠান শুরু হওয়ার আগে সেলফি তোলার মুডে রাম চরণ এবং স্ত্রী উপাসনা৷ (ছবি: ইনস্টাগ্রাম)
অনুষ্ঠান শুরু হওয়ার আগে সেলফি তোলার মুডে রাম চরণ এবং স্ত্রী উপাসনা৷ (ছবি: ইনস্টাগ্রাম)
advertisement
8/11
 একটি গ্রুপ ছবিতে 'আর আর আর'-এর টিম ফ্রেমবন্দি। (ছবি: Instagram)
একটি গ্রুপ ছবিতে 'আর আর আর'-এর টিম ফ্রেমবন্দি। (ছবি: Instagram)
advertisement
9/11
অস্কারের রেড কার্পেটে পোজ দিচ্ছেন রাম চরণ ও তাঁর স্ত্রী। (ছবি: ইনস্টাগ্রাম)
অস্কারের রেড কার্পেটে পোজ দিচ্ছেন রাম চরণ ও তাঁর স্ত্রী। (ছবি: ইনস্টাগ্রাম)
advertisement
10/11
'নাটু নাটু'র জন্য সেরা মৌলিক গানের পুরস্কার জিতে এম এম কিরাভানি এবং চন্দ্রবোস অস্কার হাতে । (ছবি: ইনস্টাগ্রাম)
'নাটু নাটু'র জন্য সেরা মৌলিক গানের পুরস্কার জিতে এম এম কিরাভানি এবং চন্দ্রবোস অস্কার হাতে । (ছবি: ইনস্টাগ্রাম)
advertisement
11/11
গুনীত মঙ্গা এবং কার্তিকি গনসালভেস 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্সের'-এর জন্য সেরা ডকুমেন্টারি শর্টের জন্য অস্কার হাতে। (ছবি: ইনস্টাগ্রাম)
গুনীত মঙ্গা এবং কার্তিকি গনসালভেস 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্সের'-এর জন্য সেরা ডকুমেন্টারি শর্টের জন্য অস্কার হাতে। (ছবি: ইনস্টাগ্রাম)
advertisement
advertisement
advertisement