২০২১ সালে ক্যানসারে আক্রান্ত হয়েছে অনুপম খেরের স্ত্রী। মাল্টিপল মায়লোমা এক ধরনের রক্তের ক্যানসার। কেমোথেরাপি নিতে হয়েছিল। কঠিন যুদ্ধ জয় করে এসেছেন তিনি। সেই সময়ে বারবার তাঁর মৃত্যুর ভুয়ো খবর রটত। অনুপম একাধিকবার বিবৃতি দিয়ে মিথ্যা খবর না ছড়ানোর অনুরোধ জানাতেন।
advertisement
আরও পড়ুন: 'মিসেস চ্যাটার্জি' ছবির তথ্য ভুল! দাবি নরওয়ের রাষ্ট্রদূতের, পাল্টা তোপ সাগরিকার!
সেই সময়ে কোভিডের প্রকোপে লকডাউন চলছিল। আর ক্যানসার আক্রান্তদের একটু বেশিই সতর্ক থাকতে হয়েছিল। দ্বিতীয় ঢেউয়ের সময়ে একইসঙ্গে ক্যানসারের চিকিৎসা এবং লকডাউনে গৃহবন্দি কিরণের মানসিক অবসাদের কারণ হয়ে দাঁড়িয়েছিল। সেকথা জানিয়েছিলেন অনুপম নিজেই।
আরও পড়ুন: স্বরার বিয়ের রিসেপশনে নিমন্ত্রিত ছিলেন মমতা, যেতে না পারলেও চিঠিতেই নায়িকার মনজয়
২০২১ সালে কিরণের স্বামী সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘ও বাইরে বেরতো পারছে না। কারও সঙ্গে দেখা করতে পারছে না। তবে ভাল খবর হল, ওর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। কোনও কোনও দিন ও খুবই ইতিবাচক থাকে। কোনও দিন আবার কেমোথেরাপির জন্য যন্ত্রণা হয়। আমরা সবাই মিলেই সব ভাল করার চেষ্টা করছি।’’
এরই মধ্যে চলতি বছর কোভিডে আক্রান্ত হলেন অভিনেত্রী। সকলের প্রার্থনা, তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন বলেই সকলের মনে দুশ্চিন্তা দানা বেঁধেছে।