Mamata Banerjee I Swara Bhasker : স্বরার বিয়ের রিসেপশনে নিমন্ত্রিত ছিলেন মমতা, যেতে না পারলেও চিঠিতেই নায়িকার মনজয়
- Published by:Teesta Barman
Last Updated:
Mamata Banerjee I Swara Bhasker : বিশেষ বিবাহ আইন মেনে সাদামাটা বিয়ে করার পর গত ১৬ মার্চ দিল্লিতেই মহা আড়ম্বরে রিসেপশন পার্টির আয়োজন করেছিলেন। সেখানে উপস্থিত ছিলেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব।
নয়াদিল্লি: গত জানুয়ারি মাসে কোর্টে গিয়ে খাতায়-কলমে বিয়ে সেরেছিলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর এবং সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদ। বিশেষ বিবাহ আইন মেনে সাদামাটা বিয়ে করার পর গত ১৬ মার্চ দিল্লিতেই মহা আড়ম্বরে রিসেপশন পার্টির আয়োজন করেছিলেন। সেখানে উপস্থিত ছিলেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। আর নিমন্ত্রিতদের তালিকায় নাম ছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। কিন্তু দেশের রাজধানীতে গিয়ে স্বরার বিয়েতে উপস্থিত থাকতে পারেননি মমতা।
বিয়েতে উপস্থিত থাকতে না পারলেও সৌজন্যবোধে খামতি নেই রাজ্যের মুখ্যমন্ত্রীর। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন মমতা। আর তারই ছবি তুলে মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী। ট্যুইটারে স্বরা সেই ছবি তুলে পোস্ট করেছেন। যেখানে লেখা স্বরার বাবা-মাকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আপনাদের কন্যা স্বরা এবং কাইসার জাহান, জানাব জিরার আহমেদের পুত্র ফাহাদের বিয়ের রিসেপশনের আমন্ত্রণ পেয়ে আমি আপ্লুত। আমার প্রাণভরা শুভেচ্ছা, অভিনন্দন রইল স্বরা ও ফাহাদের জন্য। তাঁদের সুখী দাম্পত্যের জন্য আমি সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করব। আপনাদেরও সকলকে এই শুভ অনুষ্ঠানের জন্য শুভেচ্ছা জানাচ্ছি।’
advertisement
advertisement
স্বরা সেই ট্যুইটের ক্যাপশনে মমতাকে উদ্দেশ্য করে লেখেন, ‘এত সুন্দর করে শুভেচ্ছা জানানোর অনেক ধন্যবাদ ম্যাম। আমন্ত্রণপত্রের উত্তর দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ। আপনার অনুপস্থিতি সবাই অনুভব করেছি। কিন্তু আপনার এই আন্তরিক শুভেচ্ছা আমাদের মন ছুঁয়ে গিয়েছে।’
advertisement
Thank you @MamataOfficial ma’am for your kind wishes, and gracious response to our invitation. We missed your presence at our reception but deeply appreciate this gracious gesture. 🙏🏽🙏🏽💚💚 @FahadZirarAhmad @theUdayB @SankarshanT pic.twitter.com/ECxrnkhwce
— Swara Bhasker (@ReallySwara) March 19, 2023
advertisement
বিয়েতে যাওয়া সম্ভব হয়নি মমতার পক্ষে। কিন্তু তাঁর এই চিঠি মন ছুঁয়ে গিয়েছে সকলের। তবে স্বরা-ফাহাদের রিসেপশনে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েন, কংগ্রেস নেতা শশী থারুর, সমাজবাদী পার্টির নেত্রী ও বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনকেও রিসেপশনে দেখা গিয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
March 20, 2023 4:32 PM IST