Swara Bhasker Wedding: বিয়ে করলেন স্বরা ভাস্কর, নেই বলিউডি আয়োজন, আদালতে গিয়ে সই করলেন, পাত্রকে চেনেন!
- Published by:Teesta Barman
Last Updated:
Swara Bhasker Wedding: -বলিউডে অভিনয়ের পাশাপাশি বহুদিন ধরেই স্বরা রাজনীতির মঞ্চে দেখা দিচ্ছেন। বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছেন নায়িকা। অভিনেত্রী বলে নিজেকে কখনও পিছনে রাখেননি।
মুম্বই: রাজনৈতিক মঞ্চই মিলিয়ে দিল দু’টি মানুষকে। আজ তাঁরা সেই আশায় ভরসা রেখে হাতে হাত রাখলেন। কোর্টে গিয়ে সই করে সেরে ফেললেন বিয়ে। সাদামাটা বিয়ের নজির গড়লেন বলিউডের তারকা স্বরা ভাস্কর। পাত্র, রাজনৈতিক নেতা। সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদ। বিশেষ বিবাহ আইন মেনে বিয়ে সারলেন স্বরা-ফাহাদ।
যদিও বিয়ে সেরেছেন গত মাসের ৬ তারিখ। কিন্তু সে কথা ঘোষণা করলেন ফেব্রুয়ারি মাসের ১৬ তারিখ। আচমকাই ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করে জানালেন, তাঁরা কোর্ট ম্যারেজ সেরে ফেলেছেন। কীভাবে প্রেমের শুরু, কীরকম সে প্রেমের যাত্রা, সবই তাতে ফুটে উঠল কিছু ছবি ও ভিডিওর মন্তাজে। সেখানে নায়িকার পরিবারকেও দেখা গিয়েছে।
advertisement
advertisement
বলিউডে অভিনয়ের পাশাপাশি বহুদিন ধরেই স্বরা রাজনীতির মঞ্চে দেখা দিচ্ছেন। বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছেন নায়িকা। অভিনেত্রী বলে নিজেকে কখনও পিছনে রাখেননি। স্পষ্টবাদী হিসেবে নাম আছে তাঁর। অন্যদিকে ফাহাদের ট্যুইটার বায়ো বলছে তিনি সমাজবাদী পার্টির যুব সংগঠনের মহারাষ্ট্র ইউনিটের সভাপতি।
advertisement
Sometimes you search far & wide for something that was right next to you all along. We were looking for love, but we found friendship first. And then we found each other! Welcome to my heart @FahadZirarAhmad It’s chaotic but it’s yours! ♥️✨🧿 pic.twitter.com/GHh26GODbm
— Swara Bhasker (@ReallySwara) February 16, 2023
advertisement
এর আগে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে জল্পনা উস্কে দিয়েছিলেন স্বরা। এক পুরুষের বাহুডোরে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সঙ্গে লেখা ছিল, ‘এই হয়তো প্রেম’। কিন্তু পুরুষের মুখ স্পষ্ট ছিল না।
শোনা যায়, এর আগে লেখক হিমাংশু শর্মার সঙ্গে প্রেম ছিল তাঁর। কিন্তু ২০১৯ সালে তা ভেঙে যায়। তার পরেই ২০২৩ সালের শুরুতে ফাহাদকে বিয়ে করেন স্বরা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 16, 2023 6:25 PM IST