Swara Bhasker's mother-in-law: স্বরার সঙ্গে ছেলের বিয়ে নিয়ে খুশি নন শাশুড়ি? ফ্যামিলি ছবি দেখে কটাক্ষ নায়িকাকে!

Last Updated:
Swara Bhasker's mother-in-law: রাজনৈতিক মঞ্চই মিলিয়ে দিল দু’টি মানুষকে। আজ তাঁরা সেই আশায় ভরসা রেখে হাতে হাত রাখলেন। কিন্তু মানুষের কটাক্ষ থেকে রক্ষা পেলেন না অভিনেত্রী।
1/7
কোর্টে গিয়ে খাতায়-কলমে বিয়ে সারলেন স্বরা ভাস্কর। পাত্র, রাজনৈতিক নেতা। সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদ। বিশেষ বিবাহ আইন মেনে বিয়ে করলেন স্বরা-ফাহাদ। যদিও বিয়ে সেরেছেন গত মাসের ৬ তারিখ। কিন্তু সে কথা ঘোষণা করলেন ফেব্রুয়ারি মাসের ১৬ তারিখ। আচমকাই ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করে জানালেন, তাঁরা কোর্ট ম্যারেজ সেরে ফেলেছেন।
কোর্টে গিয়ে খাতায়-কলমে বিয়ে সারলেন স্বরা ভাস্কর। পাত্র, রাজনৈতিক নেতা। সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদ। বিশেষ বিবাহ আইন মেনে বিয়ে করলেন স্বরা-ফাহাদ। যদিও বিয়ে সেরেছেন গত মাসের ৬ তারিখ। কিন্তু সে কথা ঘোষণা করলেন ফেব্রুয়ারি মাসের ১৬ তারিখ। আচমকাই ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করে জানালেন, তাঁরা কোর্ট ম্যারেজ সেরে ফেলেছেন।
advertisement
2/7
তার পর থেকেই সব সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে স্বরা ভাস্করের নাম। বলিউডে অভিনয়ের পাশাপাশি বহুদিন ধরেই স্বরা রাজনীতির মঞ্চে দেখা দিচ্ছেন। বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছেন নায়িকা। অভিনেত্রী বলে নিজেকে কখনও পিছনে রাখেননি। স্পষ্টবাদী হিসেবে নাম আছে তাঁর।
তার পর থেকেই সব সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে স্বরা ভাস্করের নাম। বলিউডে অভিনয়ের পাশাপাশি বহুদিন ধরেই স্বরা রাজনীতির মঞ্চে দেখা দিচ্ছেন। বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছেন নায়িকা। অভিনেত্রী বলে নিজেকে কখনও পিছনে রাখেননি। স্পষ্টবাদী হিসেবে নাম আছে তাঁর।
advertisement
3/7
অন্যদিকে ফাহাদের ট্যুইটার বায়ো বলছে তিনি সমাজবাদী পার্টির যুব সংগঠনের মহারাষ্ট্র ইউনিটের সভাপতি। এর আগে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে জল্পনা উস্কে দিয়েছিলেন স্বরা। এক পুরুষের বাহুডোরে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সঙ্গে লেখা ছিল, ‘এই হয়তো প্রেম’। কিন্তু পুরুষের মুখ স্পষ্ট ছিল না।
অন্যদিকে ফাহাদের ট্যুইটার বায়ো বলছে তিনি সমাজবাদী পার্টির যুব সংগঠনের মহারাষ্ট্র ইউনিটের সভাপতি। এর আগে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে জল্পনা উস্কে দিয়েছিলেন স্বরা। এক পুরুষের বাহুডোরে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সঙ্গে লেখা ছিল, ‘এই হয়তো প্রেম’। কিন্তু পুরুষের মুখ স্পষ্ট ছিল না।
advertisement
4/7
রাজনৈতিক মঞ্চই মিলিয়ে দিল দু’টি মানুষকে। আজ তাঁরা সেই আশায় ভরসা রেখে হাতে হাত রাখলেন। কিন্তু মানুষের কটাক্ষ থেকে রক্ষা পেলেন না অভিনেত্রী। তাঁর বিয়ের একটি ছবি দেখে হঠাৎ নানা ধরনের কথাবার্তা শুরু হয়ে গিয়েছে।
রাজনৈতিক মঞ্চই মিলিয়ে দিল দু’টি মানুষকে। আজ তাঁরা সেই আশায় ভরসা রেখে হাতে হাত রাখলেন। কিন্তু মানুষের কটাক্ষ থেকে রক্ষা পেলেন না অভিনেত্রী। তাঁর বিয়ের একটি ছবি দেখে হঠাৎ নানা ধরনের কথাবার্তা শুরু হয়ে গিয়েছে।
advertisement
5/7
পাত্র-পাত্রী তাঁদের পরিবারের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলেছেন কোর্টে। সেখানে স্বরার শাশুড়ির ছবি দেখা যায়। তাঁর মুখে হাসি নেই। নেটিজেনদের মতে, নিশ্চয়ই ছেলের বিয়ে নিয়ে মোটেও খুশি নন ফাহাদের মা। তাই জন্যেই তাঁর চোখে মুখে আনন্দ নেই।
পাত্র-পাত্রী তাঁদের পরিবারের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলেছেন কোর্টে। সেখানে স্বরার শাশুড়ির ছবি দেখা যায়। তাঁর মুখে হাসি নেই। নেটিজেনদের মতে, নিশ্চয়ই ছেলের বিয়ে নিয়ে মোটেও খুশি নন ফাহাদের মা। তাই জন্যেই তাঁর চোখে মুখে আনন্দ নেই।
advertisement
6/7
কিন্তু সকলের মুখ বন্ধ করে তাঁরা নাচতে নাচতে আনন্দ করলেন নিজেদের বিয়েতে। ফাহাদের লেখা থেকে জানা যায়, কোর্টের মধ্যে নববধূ স্বরাকে নাচতে বাধা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে গেলে নিজেও নাচতে শুরু করেন রাজনৈতিক নেতা। নবদম্পতির চোখে মুখে প্রেম, আনন্দের ছোঁয়া।
কিন্তু সকলের মুখ বন্ধ করে তাঁরা নাচতে নাচতে আনন্দ করলেন নিজেদের বিয়েতে। ফাহাদের লেখা থেকে জানা যায়, কোর্টের মধ্যে নববধূ স্বরাকে নাচতে বাধা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে গেলে নিজেও নাচতে শুরু করেন রাজনৈতিক নেতা। নবদম্পতির চোখে মুখে প্রেম, আনন্দের ছোঁয়া।
advertisement
7/7
বলিউডি জাঁকজমক ছাড়াই সাদামাটা বিয়ে করলেন তাঁরা। কোনও ডিজাইনারের পোশাক নয়, নিজের মায়ের শাড়ি পরেই বিয়ে করেছেন পাত্রী। বরের পরনেও ছিল সাদা রঙের পাজামা-পাঞ্জাবী আর লাল কোট। তবে স্বরার লেখা থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছে যে অনুষ্ঠান করে বিয়ে হতে পারে। যেখানে অতিথিরা উপস্থিত থাকবেন। সানাই বাজিয়ে বিয়ের প্রস্তুতি শুরু হবে বলে আন্দাজ করা যাচ্ছে।
বলিউডি জাঁকজমক ছাড়াই সাদামাটা বিয়ে করলেন তাঁরা। কোনও ডিজাইনারের পোশাক নয়, নিজের মায়ের শাড়ি পরেই বিয়ে করেছেন পাত্রী। বরের পরনেও ছিল সাদা রঙের পাজামা-পাঞ্জাবী আর লাল কোট। তবে স্বরার লেখা থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছে যে অনুষ্ঠান করে বিয়ে হতে পারে। যেখানে অতিথিরা উপস্থিত থাকবেন। সানাই বাজিয়ে বিয়ের প্রস্তুতি শুরু হবে বলে আন্দাজ করা যাচ্ছে।
advertisement
advertisement
advertisement