Swara Bhasker's mother-in-law: স্বরার সঙ্গে ছেলের বিয়ে নিয়ে খুশি নন শাশুড়ি? ফ্যামিলি ছবি দেখে কটাক্ষ নায়িকাকে!
- Published by:Teesta Barman
Last Updated:
Swara Bhasker's mother-in-law: রাজনৈতিক মঞ্চই মিলিয়ে দিল দু’টি মানুষকে। আজ তাঁরা সেই আশায় ভরসা রেখে হাতে হাত রাখলেন। কিন্তু মানুষের কটাক্ষ থেকে রক্ষা পেলেন না অভিনেত্রী।
কোর্টে গিয়ে খাতায়-কলমে বিয়ে সারলেন স্বরা ভাস্কর। পাত্র, রাজনৈতিক নেতা। সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদ। বিশেষ বিবাহ আইন মেনে বিয়ে করলেন স্বরা-ফাহাদ। যদিও বিয়ে সেরেছেন গত মাসের ৬ তারিখ। কিন্তু সে কথা ঘোষণা করলেন ফেব্রুয়ারি মাসের ১৬ তারিখ। আচমকাই ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করে জানালেন, তাঁরা কোর্ট ম্যারেজ সেরে ফেলেছেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বলিউডি জাঁকজমক ছাড়াই সাদামাটা বিয়ে করলেন তাঁরা। কোনও ডিজাইনারের পোশাক নয়, নিজের মায়ের শাড়ি পরেই বিয়ে করেছেন পাত্রী। বরের পরনেও ছিল সাদা রঙের পাজামা-পাঞ্জাবী আর লাল কোট। তবে স্বরার লেখা থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছে যে অনুষ্ঠান করে বিয়ে হতে পারে। যেখানে অতিথিরা উপস্থিত থাকবেন। সানাই বাজিয়ে বিয়ের প্রস্তুতি শুরু হবে বলে আন্দাজ করা যাচ্ছে।