অনেকেই তাঁকে 'গুজ্জর সিং' নামেই চিনবেন। ২০০০-এর 'মেলা' সিনেমায় তিনি এই চরিত্রেই অভিনয় করেন। ছবির মূখ্য ভূমিকায় ছিলেন আমির খান, টুইঙ্কল খান্না এবং ফইজল খান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্মা মুকেশ খান্নার সঙ্গে কথোপকথনের সময় বিস্ফোরক মন্তব্য করেন। সেখানে তিনি বলেছেন, ১৯৯৯-এ 'কাচ্চে ধাগে' সিনেমার-এর সেটে অজয় দেবগনের সামনেই সইফ আলি খানকে চড় মেরেছিলেন তিনি।
advertisement
আরও পড়ুন: সাক্ষাৎ যেন ভগবান! নিউ জার্সির এক ভক্ত বাড়িতেই তৈরি করলেন অমিতাভ বচ্চনের মূর্তি
ট্রেনের মধ্যে শ্য়ুটিং সিন ছিল তখন। বারবার পরিচালকের কিউ মিস করছিলেন অভিনেতা। তাতে অজয় দেবগন এবং দলের অন্যান্য় সদস্যদের বেশ সময় নষ্ট হয়েছে।
সইফকে পরিচালক জিজ্ঞেস করেছিলেন কেন তিনি 'অ্যাকশন' মেনে চলছেন না। তাঁর উত্তরে সইফ জানান, তিনি ট্রেনের ঝাঁকুনি উপভোগ করছিলেন। এরপর তৎকালীন স্ত্রী অমৃতা সিং পরিচালকের ঘরে অভিনেতাকে এনে ক্ষমা চেয়েছিলেন।
আরও পড়ুন: নগ্ন ফটোশ্য়ুট নিয়ে জেরবার রণবীর! চেম্বুর থানায় জিজ্ঞাসাবাদ অভিনেতাকে
এখানেই শেষ নয়। 'গদর: এক প্রেমকথা' সিনেমা শ্য়ুটিং হওয়ার সময় কপিল শর্মাকেও চড় মেরেছিলেন পরিচালক। সেখানে তিনু বর্মা দেখেন ২৫ হাজার অতিরিক্ত জুনিয়র আর্টিস্টের মধ্যে কপিল একেবারেই কথা শুনছিলেন না। ফলে তাঁকে চড় মারেন এবং সেট থেকে বের করে দেন পরিচালক।
প্রসঙ্গত, পরিচালক ২০০২-এর 'মা তুঝে সালাম' সিনেমায় অভিনয় করেছিলেন সানি দেওল, টাব্বু এবং আরবাজ খান। ২০০৩-এ 'বাজ: অ্য বার্ড ইন ডেঞ্জার'-এ ছিলেন সুনীল শেট্টি, করিশ্মা কাপুর, দিনো মরিয়া এবং জ্যাকি শ্রফ।