এই পুজোতেই মুক্তি পেয়েছে আবীর চট্টোপাধ্যায় অভিনীত 'কর্ণসুবর্ণের গুপ্তধন' ছবিটি। বক্স অফিসে প্রায় ২ কোটি ব্যবসা করেছে এই চলচ্চিত্র। কিছুদিন আগেই ছবির সেলিব্রেশন পার্টিতেও দেখা গিয়েছে আবীরকে। জানা গিয়েছে, সম্প্রতি বাইরে গিয়েছিলেন, ফিরেই তাঁর জ্বর হয়। এরপর চিকিৎসকের পরামর্শে রক্ত পরীক্ষা করা হলে জানা যায় যে, ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন অভিনেতা আবীর চট্টোপাধ্যায়।
advertisement
আরও পড়ুন: কাঁচালঙ্কা থেকে টু-ইন-ওয়ান, ২০০ ধরনের ভাইফোঁটা স্পেশ্যাল মিষ্টির চমক কালনায়!
গত রবিবার থেকেই শরীর অসুস্থ হয়ে পড়ায় সোমবারই হয় রক্ত পরীক্ষা। জানা গিয়েছে, আপাতত বাড়িতেই বিশ্রামে রয়েছেন অভিনেতা। এই মুহূর্তে জ্বর নেই আবীর চট্টোপাধ্যায়ের। তবে শরীর বেশ দুর্বল। যদিও এই মুহূর্তে চিন্তার কোনও কারণ নেই বলেই জানিয়েছেন তাঁর চিকিৎসক।
আরও পড়ুন: কাঁধে চাপিয়ে মা কালীকে নিয়ে দৌড়, মালদহের এই রীতি দেখতে ছুটে আসেন দূরদূরান্তের মানুষ
এই মুহূর্তে অভিনেতার কোনও শ্যুটিং শিডিউল ছিল না। তাই স্বাভাবিকভাবেই শ্যুটিং ক্যানসেলও হয়নি। তবে, জানা গিয়েছে, দুটি ইভেন্টে যোগ দেওয়ার কথা ছিল, যা বাতিল করা হয়েছে। রাজ্যে ক্রমাগত বাড়ছে ডেঙ্গি। একের পর এক মৃত্যুর খবরও সামনে আসছে। বুধবার দক্ষিণ কলকাতায় বেড়েছে ডেঙ্গির প্রকোপ।