কাঁধে চাপিয়ে মা কালীকে নিয়ে দৌড়, মালদহের এই রীতি দেখতে ছুটে আসেন দূরদূরান্তের মানুষ

Last Updated:

৩০০ বছরের প্রাচীন ঐতিহ্য মেনে 'অভিনব' বিসর্জন প্রক্রিয়া মালদহের মালতীপুরে।

মালদহে কালী দৌড়
মালদহে কালী দৌড়
#মালদহ: মা কালীর প্রতিমা কাঁধে চাপিয়ে ছুটে চলেছেন উদ্যোক্তারা। একটি বা দুটি নয়, আটটি কালীর প্রতিমা নিয়ে উর্ধ্বশ্বাসে চলছে দৌড়। চারিদিকে ফাটছে দেদার বাজি, উড়ছে রঙিন আবির। ভিড় করে দেখছেন কাতারে কাতারে মানুষ। রাজ আমলের ঐতিহ্য মেনে ৩০০ বছরেরও বেশি প্রাচীন ঐতিহ্যবাহী কালী দৌড় অনুষ্ঠিত হল মালদহের চাঁচোলের মালতীপুরে। জানা যায়, ৩০০ বছরেরও বেশি সময় আগে মালদহের চাঁচোলের তৎকালীন রাজা শরৎচন্দ্র রায়চৌধুরী চালু করেছিলেন এই কালী দৌড়।
দীপান্বিতা অমাবস্যায় অথাৎ কালী পূজোর পরের দিন কালী দৌড় প্রচলিত প্রথা মালতীপুরে। কিন্তু , কেন এমন অভিনব কালী দৌড় ?  আদতে কালী দৌড় এক ধরনের প্রতিযোগিতা। মালদহের মালতিপুরে অনুষ্ঠিত আটটি কালীপুজো অংশ নেয় এই কালী দৌড়ে। কোন পুজোর উদ্যোক্তারা নিজেদের কালী নিয়ে কত দ্রুত ছুটে যেতে পারছেন, দৌড় চলার সময় কোন কালী প্রতিমা একেবারে অক্ষত থাকছে , কোন কালীর উদ্যোক্তারা কত সমর্থন পাচ্ছেন -  এমন নানা বিষয় নিয়েই অদৃশ্য প্রতিযোগিতা।
advertisement
. .
advertisement
. .
আরও পড়ুন: নৈনিতাল ব্যাঙ্কে ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগ, কারা আবেদনের যোগ্য? জানুন
প্রচলিত কাহিনী  হলো , যেই প্রতিমা দৌড়ে নজর কাড়ত সেই প্রতিমাই সবচেয়ে আগে বিসর্জন দেওয়ার ব্যবস্থা হত রাজ আমলে। এবারও মঙ্গলবার রাতে মালদহের মালতিপুরে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী কালী দৌড়। যার মধ্যে অংশ নেন বুড়ি কালী , চুনকা কালী , বাজার পাড়া কালী , আমকালী, হান্টা কালী,  শ্যামা কালী , হাট কালী প্রভৃতি ।মালতীপুরের দুর্গা মন্দির প্রাঙ্গনে বিশাল মাঠে বেশি রাত পর্যন্ত চলে এই কালী দৌড় । দীর্ঘক্ষণ কালী দৌড়ের আনন্দ উপভোগ করেন উপস্থিত মানুষজন । এরপর অনুষ্ঠিত হয় স্থানীয় পুকুরে বিসর্জন পর্ব । তবে ঐতিহ্য নিয়ে খুশী হলেও দেদার বাজী পটকার ব্যবহার নিয়ে প্রশ্ম ওঠে কালী দৌড়ে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
কাঁধে চাপিয়ে মা কালীকে নিয়ে দৌড়, মালদহের এই রীতি দেখতে ছুটে আসেন দূরদূরান্তের মানুষ
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement