স্ত্রীর 'প্রেমিক'কে বাড়িতে ডাকল স্বামী, তারপরই ভয়ঙ্কর কাণ্ড! গোটা ঘরজুড়ে শুধু রক্ত আর রক্ত
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
ওই ঘটনা জানতে পারায় কিছুদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে গন্ডগোল চলছিল।
#মুর্শিদাবাদ: স্ত্রীর প্রেমিককে বাড়িতে ডেকে এনে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শক্তিপুর থানার জিনারা পাড়া এলাকায়। অভিযুক্ত স্বামী আতাউর রহমানকে আটক করেছে শক্তিপুর থানার পুলিশ। বুধবার সকালে শক্তিপুর থানার জিনারা পাড়ায় এলাকায় ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রুকসোনা বিবির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এলাকার ফিরদৌস শেখের। ওই ঘটনা জানতে পারায় কিছুদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে গন্ডগোল চলছিল।
advertisement
আরও পড়ুন: নৈনিতাল ব্যাঙ্কে ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগ, কারা আবেদনের যোগ্য? জানুন
এদিন সকালে ফিরদৌসকে বাড়িতে ডেকে পাঠায় রুকসোনা বিবি। এরপরেই ঘর থেকে বেরিয়ে ধারালো হাসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় ফিরদৌসকে বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ফিরদৌস শেখের। ঘটনার তদন্ত শুরু করেছে শক্তিপুর থানার পুলিশ।
advertisement
প্রণব বন্দ্যোপাধ্যায়
Location :
First Published :
October 26, 2022 4:50 PM IST