শুধু এঁরাই নন, ইরার বয়ফ্রেন্ড নুপূর শিখারে, আমিরের দ্বিতীয় পক্ষের স্ত্রী কিরণ রাও, তাঁদের ছেলে আজাদও উপস্থিত ছিলেন। বিকিনি পরে কেক কাটা থেকে সুইমিং পুলে প্রাণের মানুষের সঙ্গে খুনসুটির নানা মুহূর্ত শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। আর তাতেই চরম ট্রোলের শিকার হতে হয়েছিল ইরাকে। কেন তিনি এমন পোশাক পরে কেক কাটছেন, কেন ব্রা পরে রয়েছেন বাবা-মায়ের সামনে-- এমন অযাচিত প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল তাঁকে।
advertisement
আরও পড়ুন: এক ফ্রেমে বাবা ও বয়ফ্রেন্ড, আমির খান-নুপূরের সঙ্গে বড়দিন পালন ইরা খানের!
আরও পড়ুন: ইরার জন্মদিনে ফের 'কাছাকাছি' আমির খান ও রিনা দত্ত, ছবি ভাইরাল
এমনকী অভিনেত্রী ফতিমা সানা শেখও এসেছিলেন সেই পার্টিতে। যাঁর সঙ্গে আমিরের প্রেম রয়েছে বলে গুঞ্জন শোনা যায়। তবে এমন সমালোচনায় দমবার পাত্রী নন ইরা খান। রবিবার ফের জন্মদিনের আরও কয়েকটি বিকিনি পরা ছবি শেয়ার করে তিনি ট্রোলদের পাল্টা জবাবে লিখেছেন, 'যদি সবার ঘৃণা ও ট্রোল করা হয়ে থাকে তাহলে এখানে আরও ছবি রইল'। অর্থাৎ, তিনি যে এমন সমালোচনাকে পাত্তাই দেননি, সে কথাই জানিয়ে দিয়েছেন আমির-কন্যা ইরা খান।
ইরার বয়ফ্রেন্ড নুপূর শিখারেও সোশ্যাল মিডিয়ায় ইরার জন্মদিনের ঝলক শেয়ার করেছেন। সেখানে ঘনিষ্ঠ একাধিক ছবি শেয়ার করে নুপূর লিখেছেন, 'হ্যাপি বার্থডে আমার ভালোবাসা। আমি তোমাকে খুব ভালোবাসি বাবস'। ভালোবাসার মানুষকে আগলে রাখার বার্তায় ফের একবার সর্বসমক্ষেই আমিরের মেয়েকে নিজের প্রেমিকা হিসেবেও উল্লেখ করেছেন নুপূর। ইরা সঙ্গীত নিয়ে পড়াশোনা করেছেন, তাঁর ভাই জুনেইদ ছবি পরিচালনার কাজ করেন বাবা আমিরকে।