এ বার এই তালিকায় যোগ হল আমির খানের ‘লাল সিং চড্ঢা-র’ নামও৷ আগামী ১১ অগাস্ট মুক্তি পেতে চলা এই ছবিতে ৫৭ বছর বয়সি আমির খানের মায়ের ভূমিকায় দেখা যাবে ৪০ বছরের মোনা সিং-কে ৷ এই প্রসঙ্গে মিস্টার পারফেকশনিস্ট নিউজ18 কে বলেন ‘‘যদি আমাকে ছবিতে ১০৩ বছর বয়সি চরিত্রে অভিনয় করতে হয়, তাহলে কি আমি করব না শুধুমাত্র আমার বয়স ৫৭ বলে? এর পিছনে যুক্তি কী?’’ ‘লগান’-এর ভুবন আরও বলে চলেন ‘‘অভিনেতার জন্য বয়স নির্ধারিত হয় নাকি? এখানেই তো কুশীলবদের বিশেষত্ব যে তাঁরা যে কোনও বয়সি হওয়া সত্ত্বেও যে কোনও বয়সের চরিত্রে অভিনয় করতে পারেন৷’’
advertisement
আমিরের সংযোজন যে এটা মোনা সিংয়ের জাদু তিনি বয়স ছাপিয়ে অভিনয় করেছেন৷ জানিয়েছেন ছবিতে একবার মোনাকে অল্প বয়সি, আবার এক বার বয়স্কাও মনে হয়েছে৷ বরং আমিরের অভিযোগ, অভিনেত্রীদের বয়সের তুলনায় ভারিক্কি চরিত্রে অভিনয় করার ধারাকে প্রশ্ন করাই ভুল ৷ এতে আসলে তাঁর অভিনয় প্রতিভার দিকেই আঙুল তোলা হয় ৷ মনে করেন আমির ৷ তিনি নিজে মোনার জায়গায় থাকলে এতে ক্ষুব্ধ হতেন বলেই জানিয়েছেন পর্দার ফুংশুক ওয়াংড়ু ৷
আরও পড়ুন : প্রেম কি খোলামকুচি? ছাদনাতলায় যাওয়ার আগেই একসঙ্গে থাকা যায়? দেখাই যাক না!
নীনা গুপ্তাকেও তোপ দাগতে ছাড়েননি আমির৷ সম্প্রতি নীনা বলেছেন তিনি ভল চরিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছেন না৷ কারণ অল্প বয়সি নায়িকারাও অভিনয় করছেন অপেক্ষাকৃত বয়স্ক চরিত্রে ৷
আরও পড়ুন : কার্গিল যুদ্ধ আবারও সেলুলয়েডে, পর্দার সামনে নয়, পিছনে বলি তারকা চিত্রাঙ্গদা সিং
আমির বলেন এটা বৃহত্তর আলোচনা ৷ তাঁর দাবি তিনি পরিচালক হিসেবে সৃষ্টিশীলতার দৃষ্টিকোণ থেকে দেখবেন৷ পরিচালকের জায়গা থেকে তাঁর যদি মনে হয় নির্দিষ্ট কোনও কুশীলব কোনও চরিত্রে জন্য যথার্থ, তাহলে নারী পুরুষ পরিচয় বা বয়সের মাপকাঠি নির্বিশেষে তাঁকেই মনোনীত করবেন ৷