Kholamkuchi on Uribaba : প্রেম কি খোলামকুচি? ছাদনাতলায় যাওয়ার আগেই একসঙ্গে থাকা যায়? দেখাই যাক না!

Last Updated:

Kholamkuchi on Uribaba : ঝকঝকে ও ঝরঝরে ভাব থেমে যায়নি শীর্ষ সঙ্গীত ও ওপেনিং ক্রেডিট টাইটেল কার্ডের নান্দীমুখেই ৷ বরং আরও বেশি জারিয়ে গিয়েছে সিরিজ যত এগিয়েছে ৷

শ্রেয়া ভট্টাচার্য এবং অনিন্দ্য সেনগুপ্ত
শ্রেয়া ভট্টাচার্য এবং অনিন্দ্য সেনগুপ্ত
এক যে আছেন অত্যাধুনিকা ৷ তিনি ঘটনাচক্রে বাবিনের পিসি ৷ কিন্তু এই মধ্যবয়সিনী কার্যত বাঙালির চিরাচরিত ‘পিসিমা’ ধারণার উল্টো মেরুতে বসে ধূমপান করতে করে শব্দছক করেন ৷ জগজিৎ সিংয়ের সুর ভাঁজতে ভাঁজতে চুমুক দেন সুরায় ৷ এহেন পিসিমার ভাইপো জ্যোতিষী অজন্তা শাস্ত্রীর একনিষ্ঠ ভক্ত৷ বাড়ির থালাবাসনে ‘আমিষ’, ‘নিরামিষ’ পরিচয় সেঁটে রক্ষা করে সাত্তিকতা ৷ পিসির কথায় তাঁর ভাইপো পুজো-আচ্চা-বাছবিচার-জ্যোতিষী নিয়ে রীতিমতো ‘অবসেসড ’৷ তাঁদের নিয়েই সূত্রপাত উরিবাবা-র নতুন ওয়েবসিরিজ ‘খোলামকুচি’-র প্রথম পর্ব ৷ পর্বের শুরুতেই মন ভাল করে দেয় এর টাইটেল সং ‘পাগল নাকি’৷  গেয়েছেন দেবদীপ মুখোপাধ্যায় ৷ এ গানের কথা ও সুরও তাঁরই৷
ঝকঝকে ও ঝরঝরে ভাব থেমে যায়নি শীর্ষ সঙ্গীত ও ওপেনিং ক্রেডিট টাইটেল কার্ডের নান্দীমুখেই ৷ বরং আরও বেশি জারিয়ে গিয়েছে সিরিজ যত এগিয়েছে ৷ সৌমিত দেব, সৌরভ পালোধীর গল্প এবং সৌমিতের চিত্রনাট্যের মতোই যথার্থ ও তীক্ষ্ণ প্রণয় দাশগুপ্তর সম্পাদনা ৷
advertisement
তাঁদের সকলের প্রচেষ্টার যোগ্য সঙ্গত করেছে সিরিজে কুশীলবদের অভিনয় ৷ বাবিনের পিসির চরিত্রে অনবদ্য অর্পিতা ঘোষ ৷ তাঁর মতো বলিষ্ঠ নাট্যকর্মীর পাশে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখিয়েছে অনিন্দ্য সেনগুপ্ত এবং শ্রেয়া ভট্টাচার্যর মতো তরুণ প্রজন্মকেও ৷
advertisement
আরও পড়ুন : কার্তিক আরিয়ানের মতো সুঠাম শরীর চান? দেখে নিন কীভাবে শরীরচর্চা করবেন, ডায়েটে কী রাখবেন!
বাবিন তথা সৌরভের চরিত্রে অনিন্দ্য ও গার্গীর ভূমিকায় শ্রেয়াই সিরিজের কেন্দ্রে ৷ ‘মা শ্যামা মিষ্টান্ন ভাণ্ডার’-এর মালিক বাবিন দেড় বছর বয়সেই হারিয়েছে তাঁর বাবা মাকে ৷ তাঁকে বড় করে তোলার জন্যই বিমানসেবিকার চাকরি ছেড়ে পিসি থিতু হয়েছেন বাড়িতে ৷
advertisement
কিন্তু তাঁর মতো ছক ভাঙা নারীর লালনপালনেও ভাইপো বাবিন বিরাজমান তাঁর নিজস্ব জগতেই ৷ অধস্তন কর্মীকে তাঁর নির্দেশ, হাঁচি আসার আগেই 'স্যরি' বলে রাখতে হবে । যাতে সাবধান হওয়ার সময়টুকু পাওয়া যায় । কিন্তু বাবিনের জীবনেও আসে পাল্টা হাওয়া ।
মজা করে ওয়াইন দিয়ে ছাতুর সরবত গুলে দিতে চাওয়া, তাঁর কফিবিলাসিনী পিসির দৌলতেই বাবিনের জীবনে আগমন হয় আর এক নারী, গার্গীর ৷ বাংলায় পিএইচডিরত গার্গীর প্রেম ভেঙে গিয়েছে ৷ কারণ তিনি বিয়ের আগে প্রেমিকের সঙ্গে লিভ ইন করতে চেয়েছিলেন ৷ প্রেমিকের মনে হয়েছে প্রেমিকার সঙ্গে দিঘায় যাওয়া যায়, কিন্তু ফরাক্কার মতো ছোট শহরে বিয়ের আগে সহবাস অসম্ভব ৷
advertisement
আরও পড়ুন :  "দর্শক হিসেবে অপেক্ষা করছি কবে জিৎ-দেব একসঙ্গে ছবি করবেন,হইহই করে হলে দেখতে যাব!" গৌরব চক্রবর্তী
কিন্তু কলকাতা থেকে দূরে সেই ছোট শহরেই বিয়ের আগে একছাদের তলায় থাকতে শুরু করলেন গার্গী ও সৌরভ ৷ কারণ দুই বাল্যবন্ধু-গার্গীর মা এবং সৌরভের পিসির ইচ্ছে এই দু’জনের গাঁটছড়া বাঁধা পড়ুক ৷
advertisement
কিন্তু গার্গীর এক গোঁ ৷ বিয়ের আগে বহু জীবনসঙ্গীকে থাকতে হবে তাঁর সঙ্গে ৷ সমান ভাবে হাতে হাত লাগিয়ে সারতে হবে ঘরের কাজ ৷ পরের কথা তার পর ৷ তাই প্রেমপর্বে গান্ধিঘাটে দেখা, রাত জেগে ফোনালাপ না করে সরাসরি সহবাস ৷ বহু কাঠখড় পুড়িয়ে এতে বাবিনকেও রাজি করালেন তাঁর পিসি ৷
advertisement
‘খোলামকুচি’-র প্রথম পর্বে আলাপের পর দ্বিতীয় পর্বে একই গৃহে প্রবেশ করেছেন বাবিন ও গার্গী ৷ আপাতত তাঁরা শুধুই একই ফ্ল্যাটের বাসিন্দা বা ফ্ল্যাটমেট ৷ ফ্লার্টমেট নন ৷ ইট বালি সিমেন্টের ছাড়াও তাঁদের দু’জনের মাঝে আছে বিপরীত মানসিকতার দুর্লঙ্ঘ্য দেওয়াল ৷ সেই ব্যবধান কি ঘুচবে? নাকি আরও জমাট হবে? সে গল্প বলবে ‘খোলামকুচি’-র পরবর্তী পর্বগুলি ৷ প্রত্যেক শুক্রবার, ‘উরিবাবা’ প্ল্যাটফর্মে ৷
advertisement
সেইসঙ্গে দেবদীপ ও তরীষীর গলায় আরও গানের প্রতিশ্রুতি আছে আগামী পর্বগুলিতে । ওয়েবসিরিজের খোলামকুচির যুগে এই ধারাছবি দেখলে চোখে রামধনু ঢুকে যেতে পারে। মনে হতে পারে আমি তো মরেই গেছি কবে, নেহাত ও বেসেছিল ভাল।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kholamkuchi on Uribaba : প্রেম কি খোলামকুচি? ছাদনাতলায় যাওয়ার আগেই একসঙ্গে থাকা যায়? দেখাই যাক না!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement