Gaurav Chakraborty on Bengali Film Business: "দর্শক হিসেবে অপেক্ষা করছি কবে জিৎ-দেব একসঙ্গে ছবি করবেন,হইহই করে হলে দেখতে যাব!" গৌরব চক্রবর্তী

Last Updated:

তিনি স্বপ্ন দেখেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে RRR-র মত ছবি হবে, এবং তাতেই আসবে বিপুল ব্যবসা৷

#কলকাতা: বাংলা ছবির ব্যবসা কি তলানিতে? প্রচুর ছবি মুক্তি পাচ্ছে, তবে সেভাবে কি বাড়ছে ছবির বাণিজ্য? এই নিয়ে তর্ক বিতর্ক চলছেই৷ এর প্রেক্ষিতে নিজের মতামত তুলে ধরলেন অভিনেতা গৌরব চক্রবর্তী (Gaurav Chakraborty)৷ তাঁর অভিনীত ছবি বিসমিল্লা (Bismillah) মুক্তির অপেক্ষায়৷ ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করছেন তিনি৷ ছবিটি আপাদমস্তক প্রেমের৷ সুরের মধ্যে দিয়ে প্রেমের গল্প গেঁথেছেন পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত (Indradeep Dasgupta)৷ যে প্রেমের হিরো ঋদ্ধি, ভিলেন গৌরব৷ আর যাকে ঘিরে তাঁদের মধ্যে সংঘর্ষ, সেটা হল সানাই!
খুবই সুন্দর এবং সুরেলা ছবির গল্প৷ ছবি নিয়ে আলোচনায় News18 বাংলারর ফেসবুক লাইভে এসে গৌরব জানান এই ছবিতে তাঁর কাজের অভিজ্ঞতা৷ তবে এই ধরনের গল্প কি শুধুমাত্র শহুরে মানুষের মন ছুঁয়ে যাবে? ব্রাত্য থেকে যাবে গ্রাম বাংলার মানুষ? এই প্রশ্নের উত্তরে গৌরব জানান যে এই ছবিতে সব রকম রসদ রয়েছে৷ এভাবে পার্থক্য করা ঠিক হবে না৷
advertisement
advertisement
একই সঙ্গে বাংলা ছবির ব্যবসা নিয়ে নিজের মত প্রকাশ করেন গৌরব৷ "মাল্টিস্টারার ছবির যুগ৷ একসঙ্গে বড় বড় স্টাররা কাজ করলে ছবি হিট হবে৷ বাণিজ্যিক ছবি ছাড়া হিট ছবি হওয়া মুশকিল", মেনে নেন পুণে ফিল্ম ইনস্টিটিউটের ছাত্র গৌরব চক্রবর্তী৷ তিনি স্বপ্ন দেখেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে RRR-র মত ছবি হবে, এবং তাতেই আসবে বিপুল ব্যবসা৷ "দর্শক হিসেবে অপেক্ষা করছি কবে দেব আর জিৎ একসঙ্গে ছবি করবেন৷ খুব মজা করে ছবি দেখতে যাব," সোজা সাপটা কথা গৌরবের৷ "যে কোনও ইন্ডাস্ট্রিতে মেনস্ট্রিম ছবিই একমাত্র লাভের মুখ দেখায়," স্পষ্ট করেছেন গৌরব৷
advertisement
আরও পড়ুন Gaurav Chakrabarty - Arjun Chakrabarty : লোকে বলে ভাই অসাধারণ অভিনয় করে, আমার গর্ব হয়: গৌরব
তাঁর কথায় "বাংলা ছবির মধ্যে একধরনের বুদ্ধিদীপ্ত বিষয় থাকে৷ যা সাধারণ মানুষ দেখতে পছন্দ করেন এবং সেভাবেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির খ্যাতি রয়েছে৷" জানিয়েছেন গৌরব৷ বাঙালি সৃজনশীলতা বাঙালির গর্ব এবং সেই ছাপ ছবিতে পড়বে না তা হয় না৷ "এমন ছবি সবসময় বিশাল ব্যবসা না করতে পারলেও বাংলা ছবি মান বাড়িয়েছে, বাংলা ছবিকে ছড়িয়ে দিয়েছে বিশ্বের দরবারে৷ তাই ব্যবসায়ীক ছবি যেমন থাকবে, তেমনই বাংলা মানুষের মন ছুঁয়ে যেতে একটু অন্যরকম ছবিও তৈরি হবে৷" বলছেন বিসমিল্লার শিবু৷
advertisement
অর্থাৎ বাণিজ্যিক ছবির পাশাপাশি উচ্চমানের ছবি, দু’য়ের একটা মিশেল চাক্ষুষ করেছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি৷ যে কোনও ফিল্ম ইন্ডাস্ট্রির উন্নতির জন্য দুই ধারার ছবিই গুরুত্বপূর্ণ৷ বাংলা ইন্ডাস্ট্রিও ব্যতিক্রম নয়, মত গৌরব চক্রবর্তীর৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Gaurav Chakraborty on Bengali Film Business: "দর্শক হিসেবে অপেক্ষা করছি কবে জিৎ-দেব একসঙ্গে ছবি করবেন,হইহই করে হলে দেখতে যাব!" গৌরব চক্রবর্তী
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement