কিছু দিন আগে মুক্তি পায় 'পাঠান'-এর প্রথম গান 'বেশরম রং'। আর সেই গানকে ঘিরেই প্রথম বিতর্ক মাথাচাড়া দিয়ে ওঠে। গানটিতে দীপিকাকে গেরুয়া বিকিনি পরে শাহরুখের সঙ্গে নাচতে দেখা গিয়েছে। তা নিয়ে আগেই আপত্তি তুলেছিলেন মধ্য প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র-সহ আরও অনেকেই।
আরও পড়ুন: নওয়াজউদ্দিন সিদ্দিকীর মেয়েকে দেখেছেন? 'এই' ভিডিও শেয়ার করার পরই চর্চার কেন্দ্রে সুন্দরী শোরা!
advertisement
আরও পড়ুন: 'কানতারা' ছবির লক্ষ্মীলাভ ৪০০ কোটির বেশি, নায়ক পেলেন নামমাত্র, কার পারিশ্রমিক কত
এ বার এই একই অভিযোগ আনলেন 'শাহরুখকে জ্যান্ত পোড়াব, জ্বালাব হলও', 'পাঠান' নিয়ে রণং দেহী অযোধ্যার সেই সাধু। তিনি বললেন, "আমার মতো সনাতন ধর্মের মানুষরা এই নিয়ে প্রতিবাদ করে চলেছেন। আজ আমরা শাহরুখের পোস্টার পুড়িয়েছি। যদি ওই ফিল্ম জিহাদি শাহরুখ খানকে সামনে পাই, ওকে জ্যান্ত পুড়িয়ে মারব।"
এখানেই থামেননি সেই সাধু। তাঁর হুমকি, বড় পর্দায় 'পাঠান' মুক্তি পেলে, সেই প্রেক্ষাগৃহও তিনি পুড়িয়ে ফেলবেন।
