নওয়াজউদ্দিন সিদ্দিকীর মেয়েকে দেখেছেন? 'এই' ভিডিও শেয়ার করার পরই চর্চার কেন্দ্রে সুন্দরী শোরা!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
ভিডিও দেখেই নওয়াজউদ্দিন সিদ্দিকীর মেয়েকে এই অভিনেত্রীর কপি বলতে শুরু করেছেন নেটিজেনরা।
#নয়াদিল্লি: নওয়াজউদ্দিন সিদ্দিকী তার মেয়ে শোরা সিদ্দিকীকে তার জন্মদিনে একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। আর তাতেই নওয়াজ তার মেয়ের শৈশবের দিনের কিছু সুন্দর ছবি-সহ একটি ভিডিও শেয়ার করেছেন।
নওয়াজউদ্দিন সিদ্দিকী তার মেয়ে শোরা সিদ্দিকীকে তার জন্মদিনে একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি তার মেয়ের শৈশবের দিনের কিছু সুন্দর ছবি-সহ একটি ভিডিও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। তার সঙ্গে একটি আবেগঘন নোটও লিখেছেন নওয়াজ।
advertisement
advertisement
অভিনেতা নিজের ও মেয়ের একসঙ্গে কিছু ছবি শেয়ার করে লিখেছেন, 'বাবার মেয়ে।' ভিডিওতে অভিনেতার মেয়েকে হাতের ভঙ্গিমায় অভিব্যক্তি দিতে দেখা যায়। আর এই ভিডিওতে দেখা যাচ্ছে অভিনেতার মেয়ে একটি সাদা হুডি পরে আছে। ভিডিওর শেষার্ধে নওয়াজউদ্দিন তার মেয়েকে কোলে ও কাঁধে তুলে নিয়েছেন। দুজনেই অকপট সাবলীল পোজ দিয়েছেন এই ভিডিওতে।
advertisement
নওয়াজ বিমানে এবং তার কেকের সঙ্গে শোরার আতশবাজি ফাটানো অনেক একক ছবি শেয়ার করেছেন। ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে নওয়াজউদ্দিন লিখেছেন, "শুভ জন্মদিন আমার ভালোবাসা #ShoraSiddiqui। এর সঙ্গে, তিনি দুটি লাল হৃদয় এবং একটি স্টার ইমোজিও শেয়ার করেছেন।" এক ভক্ত তার মেয়ের ভিডিওতে লিখেছেন, “বাবার মেয়ে। তোমার বাবার প্রিয় মেয়ে। শুভ জন্মদিন।" অন্য এক অনুরাগী লিখেছেন, "সবাই জানে সে তার জীবনে জিরো থেকে হিরো পর্যন্ত কতটা লড়াই করেছে।" অন্য একজন লিখেছেন, "তিনি দেখতে রাধিকা আপ্তের মতো।" "জন্মদিনের শুভেচ্ছা ছোট্ট রাজকুমারী"।
advertisement
advertisement
২০০৯ সালে আলিয়া সিদ্দিকীকে বিয়ে করেন নওয়াজউদ্দিন। ২০১১ সালে, তাদের কন্যা শোরার জন্ম হয়। মেয়ে ছাড়াও এক পুত্র সন্তানের বাবা মা আলিয়া ও নওয়াজউদ্দিন। নওয়াজউদ্দিনকে পরবর্তীতে বোনে দেখা যাবে। ছবিটি পরিচালনা করেছেন অক্ষত অজয় শর্মা, এবং তিনি ও অদম্য ভাল্লার এই ছবির সহ-লেখক। আগামী বছর ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে প্রযোজকদের। নওয়াজউদ্দিনকে শেষ দেখা গিয়েছিল টাইগার শ্রফ এবং তারা সুতারিয়া অভিনীত হিরোপান্তি ২-এ। নওয়াজের পাইপলাইনে রয়েছে টিকু ওয়েডস শেরু এবং বোলে চুড়িয়া ছবিটিও।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 19, 2022 9:18 PM IST