Viral Photo: সাদা-কালোয় বান্ধবীর পাশে... ছবির এই মেয়েই একদিন ছিলেন বহু পুরুষের চোখের মণি! চিনতে পারছেন এই অভিনেত্রীকে?
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Viral Photo: ১৪ বছর বয়সে, তাঁর প্রথম ছবিতে আত্মপ্রকাশ। দক্ষিণের ছবিতে নাম অর্জন করার পরে, বলিউডের ছবিতে পা রাখেন এই অভিনেত্রী আর সময় লাগেনি সেখানেও খ্যাতির চূড়ায় পৌঁছতে।
advertisement
শৈশবে নৃত্যশিল্পী হিসাবে প্রচুর খ্যাতি অর্জন করেছিলেন এই অভিনেত্রী। তাঁর সৌন্দর্য এবং নাচের দক্ষতা দেখে এরপর একের পর এক ছবির অফার তাঁর কাছে আসতে শুরু করে। ১৪ বছর বয়সে, তাঁর প্রথম ছবিতে আত্মপ্রকাশ। দক্ষিণের ছবিতে নাম অর্জন করার পরে, বলিউডের ছবিতে পা রাখেন এই অভিনেত্রী আর সময় লাগেনি সেখানেও খ্যাতির চূড়ায় পৌঁছতে।
advertisement
advertisement
advertisement
advertisement
জয়প্রদা দক্ষিণ ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যে অবস্থিত রাজমন্দরীর একটি মধ্যবিত্ত পরিবারে লালিতা রানী হিসাবে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর বাবা কৃষ্ণ একটি তেলুগু ফিল্ম ফিনান্স দেখতেন। মা নীলভানি তাঁকে খুব অল্প বয়সেই নৃত্য ও সংগীত ক্লাসে ভর্তি করেছিলেন। যখন তিনি চৌদ্দ বছর বয়সে, তিনি তার স্কুল বার্ষিক অনুষ্ঠানে একটি নৃত্য পরিবেশন করেছিলেন।
advertisement
দর্শকদের মধ্যে এক চলচ্চিত্র পরিচালককও ছিলেন সেদিন উপস্থিত। তিনিই প্রথম জয়প্রদাকে তেলুগু চলচ্চিত্র 'ভূমিকোসাম'-এ তিন মিনিটের নৃত্য পরিবেশনের প্রস্তাব দিয়েছিলেন। প্রথমে প্রস্তাব পেয়ে কিছুটা সংশয়ে ছিলেন সেই চোদ্দোর জয়প্রদা, কিন্তু তার পরিবার তাকে প্রস্তাবটি গ্রহণ করতে উত্সাহিত করেছিল সেদিন। ছবিতে তাঁর কাজের জন্য তাঁকে মাত্র ১০ টাকা দেওয়া হয়েছিল, তবে এর পরে তিনি অনেক অফার পেতে শুরু করেছিলেন। পরে তিনি হিন্দি ছবিতেও আসেন এবং অভিনেত্রী হিসেবে দর্শকদের মন জিতে নেন সহজেই।