TRENDING:

A R Rahman in Bangladesh: দর্শকস্রোত দুপুর থেকেই, চৈত্রসন্ধ্যায় সুরের রোশনাইয়ে বাংলাদেশের হৃদয় জয় করলেন এ আর রহমান

Last Updated:

A R Rahman in Bangladesh: বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে এই কনসার্টের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঢাকা : রহম্যানিয়ায় বুঁদ বাংলাদেশ (A R Rahman Bangladesh concert)৷ মঙ্গলবার ঢাকায় অস্কারজয়ী সুরকারের অনুষ্ঠানের সাক্ষী ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ অগণিত গুণমুগ্ধ৷ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান (Bangabandhu Sheikh Mujibur Rahman) এবং বাংলাদেশকে নিয়ে তাঁর গান জয় করেছে ওপার বাংলার হৃদয়৷ বঙ্গবন্ধুর শতবর্ষ উপলক্ষে মীরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তাঁর অনুষ্ঠানের কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করতেও দেখা গিয়েছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে৷( Sheikh Hasina)
A R Rahman ( file photo)
A R Rahman ( file photo)
advertisement

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে এই কনসার্টের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড৷ অনুষ্ঠানে শেখ হাসিনা পৌঁছন রাত সাড়ে আটটা নাগাদ৷ এর পর বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সঙ্গে শুরু হয় অনুষ্ঠান৷ সন্ধ্যা থেকে গভীর রাত অবধি প্রায় ২০০ জন সহশিল্পী নিয়ে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে রাখেন রহমান৷

বাংলাদেশি গীতিকার জুলফিকার আলি রাসেলের লেখা এবং তাঁর নিজের সুরারোপিত ‘জয় বাংলা, জয় বাংলাদেশ’ গানটি শোনান রহমান৷ এ ছাড়াও ‘বলো জয় বঙ্গবন্ধু’ বলে একটি গান কম্পোজ করেছেন রহমান৷ বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই গানের মিউজিক ভিডিও প্রকাশিত হয় গত বছর৷

advertisement

আরও পড়ুন : খরচ কমাতে ভাজাভুজির পর ওই একই তেল আবার ব্যবহার করতে চান? জেনে নিন কীভাবে

এদিন রহমানের আগে এই অনুষ্ঠানের প্রথম পর্বে গান শোনান মমতাজ ও মাইলস৷ পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন রুমানা মালিক মুনমুন৷ এই অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য দুপুর থেকে দর্শকদের ঢল নামে স্টেডিয়াম ঘিরে৷ সময় যত গড়িয়েছে, তত বেড়েছে দর্শক৷ রহমানের সুরের জাদুতে আবিষ্ট হওয়ার জন্য মহার্ঘ্য টিকিট কিনতেও তাঁরা দ্বিধা করেননি৷

advertisement

আরও পড়ুন : কী দেখতে পাচ্ছেন এই ছবিতে? সেটাই বলে দেবে আপনার মনের গোপন কথা

আরও পড়ুন : এনগেজড দুই তরুণী এবং এক তরুণ! ত্রিমূর্তির জুটি হিসেবে বিয়ে করছেন একে অপরকে

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অনু্ষ্ঠানের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন এ আর রহমান নিজেও৷ ক্যাপশনে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন তিনি৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
A R Rahman in Bangladesh: দর্শকস্রোত দুপুর থেকেই, চৈত্রসন্ধ্যায় সুরের রোশনাইয়ে বাংলাদেশের হৃদয় জয় করলেন এ আর রহমান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল