বিক্রম এবং মণির কাছে গেল আদালতের নোটিস। বিক্রমের চরিত্র আদিত্য কারিকলনের সাজ নিয়ে দাবি তুলেছেন এক আইনজীবী। নাম, সেলভন। তাঁর অভিযোগ, চোল বংশের ইতিহাসকে বিকৃত করা হচ্ছে। আইনজীবীর, দাবি, চোল রাজা কখনই কপালে তিলক পরতেন না। যেমনটি ছবির চরিত্রের পোস্টারে দেখা যায়। গত সপ্তাহেই পোস্টারটি মুক্তি পেয়েছে। তা ছাড়া অভিযোগকারী জানিয়েছেন, তিলকটি পোস্টারে দেখা যাচ্ছে, কিন্তু টিজারে দেখা যাচ্ছে না। নির্মাতারা যাতে ইতিহাসকে ভুল ভাবে উপস্থাপন না করেন তা নিশ্চিত করতে তিনি মুক্তির আগে ছবিটির একটি বিশেষ প্রদর্শনের অনুরোধ করেছেন।
advertisement
আরও পড়ুন: অসুস্থ হতেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হল পরিচালক মণি রত্নমকে!
এখনও পর্যন্ত পরিচালক বা অভিনেতার তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।
আরও পড়ুন: হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা বিক্রম
বিক্রম ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ঐশ্বর্য রাই বচ্চন, কার্থি, তৃষা ও জয়ম রবি, সোবিতা ধুলিপালা ও ঐশ্বর্য লক্ষ্ণীকে। ছবির সঙ্গীত পরিচালক এ আর রহমান।