বলিউড অভিনেতা গোবিন্দাকে আমরা সকলেই চিনি। অভিনয়ে তিনি একসময় বলিউড কাঁপিয়েছিলেন। কিন্তু এই রায়গঞ্জের গোবিন্দারা অভিনয় নয়, নৃত্য দিয়ে এবারবলিউড কাঁপালেন। সম্প্রতি কৌশিক কর পরিচালিত 'চিপকলি' ছবির মূল চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেতা যশপাল শর্মা। সেখানেই শানের গাওয়া 'জিন্দা হু ম্যায়' গানের মূল নৃত্যশিল্পী রায়গঞ্জের গোবিন্দারা। রায়গঞ্জের গোবিন্দা মালিক, কুনোরের জয় প্রকাশ রায় ও হৃদয় অধিকারী। তাঁরা তিনজনই সিনেমায় মুখ্য নৃত্য শিল্পী হিসেবে কাজ করেছেন।
advertisement
আরও পড়ুনঃ মোবাইল টাওয়ার বসানোর নামে ফোন এলে সাবধান! ঘটে যেতে পারে ভয়ানক কাণ্ড
গোবিন্দা জানান, কম্পিউটার ক্লাসের ভর্তির জন্য ১০ বছর আগে ৩০০ টাকা দিয়েছিলেন দাদা। কম্পিউটার ক্লাসে ভর্তি না হয়ে শহরের এক নাচের স্কুলে ভর্তি হয়েছিলেন ইন্দিরা কলোনির গোবিন্দা (২৭)। পরবর্তীতে নাচের ক্লাসের খরচ যোগাতে ক্যাটারিং সার্ভিসের সঙ্গে যুক্ত হন। আর এ বারে সেই নাচের জন্যই এল সাফল্য। বলিউডের ছবিতে পা রাখলেন।
গোবিন্দ জানান, ২০১৬ সালে রায়গঞ্জ ইউনিভার্সিটি থেকে বিএসসি পাস করেছিলেন। ছোট থেকেই হৃত্বিক রোশন, প্রভু দেবা, ধর্মেশ ইয়ালান্দের নাচ টিভিতে দেখেছি। তাঁদের দেখে অনুপ্রাণিত হয়ে কম্পিউটার ক্লাসের পরিবর্তে নাচের স্কুলে ভর্তি হয়েছিলাম। গোবিন্দার স্বপ্ন নাচ কে নিয়ে জীবনে আরও অনেক দূর এগিয়ে যাওয়া ।
পিয়া গুপ্তা