North 24 Parganas News|| মোবাইল টাওয়ার বসানোর নামে ফোন এলে সাবধান! ঘটে যেতে পারে ভয়ানক কাণ্ড
- Published by:Shubhagata Dey
Last Updated:
West Bengal Crime News: মোবাইল টাওয়ার বসানোর নামে ফোন আসলেই হোন সাবধান, নাহলেই ঘটবে এই কাণ্ড...
নারায়ণপুর: টাওয়ার বসানোর নাম করে আপনাকে কেউ যদি ফোন করে তবে এখনই সাবধান হন। তা না হলেই হতে হবে প্রতারিত। নামী কোম্পানির মোবাইল টাওয়ার বসিয়ে দেওয়ার নাম করে বিভিন্ন লোকের থেকে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন এক যুবক। গ্রেফতার করল নারায়নপুর থানার পুলিশ। ধৃত যুবকের নাম ঋজু পাল। গতকাল ওই যুবককে উত্তর ২৪ পরগণার বনগাঁ থেকে গ্রেফতার করে নারায়নপুর থানার পুলিশ। এ দিন ধৃতকে ব্যারাকপুর আদালতে পেশ করা হয়।
পুলিশ সূত্রে খবর, কালীপার্কের বাসিন্দা শঙ্কর রায় নামে এক ব্যাক্তি নারায়নপুর থানায় এসে লিখিত অভিযোগ করেন যে, একটি ফোন নম্বর থেকে ফোন করে প্রস্তাব দেওয়া হয় বাড়িতে মোবাইল টাওয়ার বসানোর জন্য। মাসে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে ভাড়া বাবদ বলেও জানানো হয়। উৎসাহী ব্যক্তি এরপর বিভিন্ন কাগজপত্র ও ফি বাবদ প্রায় দেড় লক্ষ টাকা অনলাইনে দেওয়ার পরই যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ আবহাওয়ার বিরাট বদল! জেলায় জেলায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ তুমুল ঝড়বৃষ্টি
প্রতারিত হয়েছেন জেনে নারায়ণপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। এরপর নারায়নপুর থানার পুলিশ তদন্তে নেমে বনগাঁ থেকে ঋজু পাল নামে এক যুবককে গ্রেফতার করে। এই চক্রেকে বা কারা জড়িত আছে সে বিষয়ে তদন্ত করছে নারায়ণপুর থানার পুলিশ। পাশাপাশি, কোথা থেকে এই চক্র চালানো হত তারও খোঁজ করা হচ্ছে।
advertisement
বিভিন্ন সময়ে সাধারণ মানুষকে ফোন করে মোটা অঙ্কের টাকার লোভ দেখিয়ে এ ধরনের টাওয়ার সহ নানা ভাবে প্রস্তাব দিয়ে প্রতারণা চক্রের জাল ছড়িয়ে, সাধারণ মানুষদের কাছ থেকে প্রতারণা করে টাকা তোলা হত। তাই এ ধরনের প্রতারণার ফাঁদে পা না দেওয়ার বার্তা তুলে ধরা হয় প্রশাসনের তরফ থেকে।
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 03, 2023 8:15 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News|| মোবাইল টাওয়ার বসানোর নামে ফোন এলে সাবধান! ঘটে যেতে পারে ভয়ানক কাণ্ড