একসময় দেশের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। এ রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি কৃষ্ণনগরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্দেশখালীর মহিলাদের দেবী দুর্গা আখ্যায়িত করেছেন। আর সেই নারী শক্তি এবার প্রধানমন্ত্রীর হাত শক্ত করতে দেওয়াল লিখনের কাজে এগিয়ে আসলেন কোমর বেঁধে।
আরও পড়ুন: দোলের লম্বা ছুটি নষ্ট নয়! যেতে চান বাড়ির কাছে সমুদ্র সৈকতে? জেনে নিন দিঘার হাল হকিকত
advertisement
নদিয়ার রানাঘাট তপশিলি কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রাক্তন সাংসদ জগন্নাথ সরকারকে পুনঃনির্বাচিত করতে শান্তিপুর শহরের চার নম্বর ওয়ার্ডের মহিলারা ঘর কন্যার কাজ সেরে দুপুরের খাওয়া-দাওয়ার পরে একত্রিত হন দেওয়াল লিখনের কাজে। কোনদিন এক পাড়ায় তো পরের দিন আরেক পাড়ায় এভাবেই প্রতিদিন একটু একটু করে দেওয়ার লিখে এগিয়ে চলেছেন এই লোকসভা কেন্দ্রে আবারও পদ্ম ফোটাতে।
তারা কেউই পারদর্শী নন, অনুশীলনও নেন নেই কারও কাছ থেকে। তবে ছোটবেলায় বাবা কাকাদের সঙ্গে দেওয়াল লিখন দেখেছেন কয়েকবার। কেউ কেউ ছেলে মেয়েদের লেখাপড়া শেখাতে গিয়ে ব্লক কিংবা ডিজাইন করে শিখেছেন নাম লেখা। কিন্তু দেওয়ালে প্রথমে ইটের টুকরো দিয়ে দিয়ে আউটলাইন করে মাটির ভাঁড়ে রং গুলে, তুলি কিংবা রঙের ব্রাশ দিয়ে দেওয়ালে ফুটিয়ে তুলছেন পদ্মফুল প্রার্থীর নাম, সিএএ নিয়ে প্রধানমন্ত্রীর সুখ্যাতি।
তারা জানাচ্ছেন দলীয়ভাবে দেওয়ার লিখন পুরুষ কর্মীরাই করছে কোনও ক্ষেত্রে শিল্পীদের ভাড়া করেও আনা হয়েছে তবে, সেসব জনবসতিপূর্ণ এলাকায় কিন্তু অলিতে গলিতে কিংবা পাড়া ঘরের রাস্তায় যদি একটি করে দেওয়াল লিখি আর তার ফলেই যদি বাড়ে কিছু ভোট তাহলেই এ পরিশ্রম সার্থক। তবে যেমন নববধূরা রয়েছেন তেমনি রয়েছেন অবিবাহিত মহিলারাও বৃদ্ধারাও পিছিয়ে নেই এই কাজে কেউ দিচ্ছেন রং গুলে কেউবা দেওয়ালে দড়িটা নিয়ে লাইন করছেন সোজা। নারীশক্তি মিলিত হলে অসম্ভব কিছু নেই বলছেন পুরুষ নেতৃত্বরা।
Mainak Debnath