Travel: দোলের লম্বা ছুটি নষ্ট নয়! যেতে চান বাড়ির কাছে সমুদ্র সৈকতে? জেনে নিন দিঘার হাল হকিকত

Last Updated:
বর্তমানে দিঘার ব্র্যান্ড ভ্যালু বিশ্বমানের। ফলে দিঘায় পর্যটকের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এবার দোলের ছুটিতে ও পর্যটকের ঢল নামতে চলেছে দিঘা সমুদ্র সৈকতে।
1/6
হোলি বা দোল উৎসবের লম্বা ছুটি। পর্যটকেরা ভিড় জমাচ্ছে দিঘা সমুদ্র সৈকতে। এবার সপ্তাহের শুরু দিন সোমবার হোলি বা দোল উৎসব।
হোলি বা দোল উৎসবের লম্বা ছুটি। পর্যটকেরা ভিড় জমাচ্ছে দিঘা সমুদ্র সৈকতে। এবার সপ্তাহের শুরু দিন সোমবার হোলি বা দোল উৎসব।
advertisement
2/6
ফলে এবার শনি থেকে সোমবার টানা তিন দিন ছুটি। ছুটি পেলেই ভ্রমণ প্রিয় বাঙালির কাছে পিঠে ঘুরতে যেতে পিছুপা হয় না।
ফলে এবার শনি থেকে সোমবার টানা তিন দিন ছুটি। ছুটি পেলেই ভ্রমণ প্রিয় বাঙালির কাছে পিঠে ঘুরতে যেতে পিছুপা হয় না।
advertisement
3/6
শনিবার থেকেই ধীরে ধীরে পর্যটকেরা আসতে শুরু করেছে পূর্ব মেদিনীপুর তথা রাজ্যের জনপ্রিয় পর্যটন কেন্দ্র দিঘায়। দিন দিন দিঘার জনপ্রিয়তা পর্যটকদের কাছে আরও বাড়ছে। শীত গ্রীষ্ম বর্ষা বসন্ত, সব ঋতুতেই দিঘা পর্যটকদের প্রথম পছন্দের জায়গা হয়ে উঠেছে।
শনিবার থেকেই ধীরে ধীরে পর্যটকেরা আসতে শুরু করেছে পূর্ব মেদিনীপুর তথা রাজ্যের জনপ্রিয় পর্যটন কেন্দ্র দিঘায়। দিন দিন দিঘার জনপ্রিয়তা পর্যটকদের কাছে আরও বাড়ছে। শীত গ্রীষ্ম বর্ষা বসন্ত, সব ঋতুতেই দিঘা পর্যটকদের প্রথম পছন্দের জায়গা হয়ে উঠেছে।
advertisement
4/6
ফলে দোল বা হোলির টানা ছুটিতে দিঘায় যে পর্যটকের ঢল নামতে চলেছে, তাতে কার্যত আশাবাদী হোটেল ব্যবসায়ী থেকে প্রশাসন। দিঘায় আসা পর্যটকদের সমস্যায় যাতে পড়তে না হয় সেদিকে সজাগ দৃষ্টি রেখেছে প্রশাসন।
ফলে দোল বা হোলির টানা ছুটিতে দিঘায় যে পর্যটকের ঢল নামতে চলেছে, তাতে কার্যত আশাবাদী হোটেল ব্যবসায়ী থেকে প্রশাসন। দিঘায় আসা পর্যটকদের সমস্যায় যাতে পড়তে না হয় সেদিকে সজাগ দৃষ্টি রেখেছে প্রশাসন।
advertisement
5/6
দোল বা হোলির ছুটিতে পর্যটকদের ভিড় নিয়ে দিঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক জানান, ' একদিকে উইক এন্ড অন্যদিকে দোলের লম্বা ছুটি। দিঘায় ইতিমধ্যেই পর্যটকদের ভিড় বাড়ছে। দোলের ছুটিতে দিঘা সমুদ্র সৈকত পর্যটকে পরিপূর্ণ থাকবে আশা করা যায়।'
দোল বা হোলির ছুটিতে পর্যটকদের ভিড় নিয়ে দিঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক জানান, ' একদিকে উইক এন্ড অন্যদিকে দোলের লম্বা ছুটি। দিঘায় ইতিমধ্যেই পর্যটকদের ভিড় বাড়ছে। দোলের ছুটিতে দিঘা সমুদ্র সৈকত পর্যটকে পরিপূর্ণ থাকবে আশা করা যায়।'
advertisement
6/6
প্রসঙ্গত দিন দিন দিঘায় পর্যটকের সংখ্যা বাড়ছে। বিশ্ব বাংলা পার্ক, মেরিন ড্রাইভ, জগন্নাথ মন্দির সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্প দিঘার ব্যান্ডভ্যালুকে অনেকটাই বাড়িয়ে তুলেছে। বর্তমানে দিঘার ব্র্যান্ড ভ্যালু বিশ্বমানের। ফলে দিঘায় পর্যটকের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এবার দোলের ছুটিতে ও পর্যটকের ঢল নামতে চলেছে দিঘা সমুদ্র সৈকতে।
প্রসঙ্গত দিন দিন দিঘায় পর্যটকের সংখ্যা বাড়ছে। বিশ্ব বাংলা পার্ক, মেরিন ড্রাইভ, জগন্নাথ মন্দির সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্প দিঘার ব্যান্ডভ্যালুকে অনেকটাই বাড়িয়ে তুলেছে। বর্তমানে দিঘার ব্র্যান্ড ভ্যালু বিশ্বমানের। ফলে দিঘায় পর্যটকের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এবার দোলের ছুটিতে ও পর্যটকের ঢল নামতে চলেছে দিঘা সমুদ্র সৈকতে।
advertisement
advertisement
advertisement