এই বিষয়ে ওই এলাকার এক স্থানীয় বাসিন্দা জানান ভোট আসে ভোট যায় ঠিক যেমন রাজা আসে রাজা যায় এর মতই ব্যাপার। তবে বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের অন্তর্গত ময়ূরেশ্বর থানার কুন্ডলা গ্রাম পঞ্চায়েতের বেলুটি গ্রাম,বহরা গ্রাম এর মানুষ জানান তাঁদের দীর্ঘ দিনের সমস্যা রাস্তা। এর পাশাপাশি সমস্যা রয়েছে জল এবং বাড়ির। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই জমে উঠেছে ভোট প্রচার। ইতিমধ্যে প্রথম দফায় লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। আর বীরভূমের লোকসভা নির্বাচন রয়েছে চতুর্থ দফায়। আর তার আগে চড়চড় করে বাড়ছে ভোটের পারদ।
advertisement
আরও পড়ুন : নব রূপে সেজে উঠবে রাজ্যের ১২ চিড়িয়াখানা! তৈরি হচ্ছে মাস্টারপ্ল্যান
আরও পড়ুন : জলপাইগুড়ি লোকসভার প্রার্থীদের ভাগ্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে বন্দি!
রাজনৈতিক দলের প্রার্থীরা একে অপরকে টেক্কা দিতে কোমর বেঁধে নেমে পড়েছেন ময়দানে। তবে এইসব বিষয়ে কোনও মাথাব্যথাই নেই বীরভূমের কোটাসুর এলাকার মানুষজনদের।
সৌভিক রায়