পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০২৪ এক্সিট পোল : শনিবার শেষ হল সপ্তম দফা লোকসভা নির্বাচন ২০২৪। পশ্চিমবঙ্গের ৪২টি আসনের জন্য বুথ ফেরত সমীক্ষা তথা এক্সিট পোল শুরু হয়ে গেল।
বিভিন্ন সমীক্ষক সংস্থার হিসেবে ১ জুন ২০২৪-এই ইঙ্গিত মিলবে রাজ্যের ৪২ আসনে কোথায় কে এগিয়ে। বাংলায় কোন দল কতগুলো আসনে এগিয়ে তার মোটামুটি ভাবে একটা ইঙ্গিত পাওয়া যেতে পারে বুথ ফেরত সমীক্ষায়। অ্যাক্সিস মাই ইন্ডিয়া, সি ভোটার, চাণক্য-র মতো একাধিক সংস্থা বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত দেবে রাজ্যের ৪২ আসনে কে কোথায় এগিয়ে, কোন আসন কার দখলে। তামাম বুথ ফেরত সমীক্ষার ফলাফলের জন্য এই প্রতিবেদনে চোখ রাখুন।