ভোট থাকলেও এই গ্রামে প্রচার, মিটিং মিছিল, দেওয়াল লিখন কোনও কিছুই হয় না। সমস্ত রাজনৈতিক দলের মানুষেরা এই গ্রামে বসবাস করলেও গ্রামে আজও পড়েনি রাজনীতির ছায়া। গ্রামের কোনও রাস্তায় নেই প্রার্থীর সমর্থনে ফ্ল্যাগ-ফেস্টুন-ব্যানার৷ এবছরও প্রথা মেনে এলাকার পুরানো রেওয়াজকে মান্যতা দিয়েছে করঙ্গপাড়ার মানুষ। ভোটের দিনেও দেখা গেল একই চিত্র। এই দিনেও এই এলাকার মানুষ নির্বিঘ্নে ভোট দান করেছেন।
advertisement
এ বিষয়ে এলাকার বাসিন্দারা বলেন , পূর্ব পুরুষদের আমল থেকেই তারা দেখে আসছেন তাদের এই গ্রামে কোনও রাজনীতির ছায়া নেই। যত বড়ই হেভিওয়েট প্রার্থী হোক না কেন তারা এই গ্রামের উপর দিয়ে কখনওই প্রচার করতে পারেন না। তারা চান আগামী প্রজন্মের ছেলেমেয়েরাও এই ধারা বজায় রাখুক।
দুর্গাপুরের ৩০ নং ওয়ার্ড করঙ্গ পাড়া। এই গ্ৰামে জনপদ প্রায় আট হাজারের কাছাকাছি। রাজনৈতিক সব দলের বসবাস হলেও এই গ্রামে রাজনীতির ছায়া নেই বললেই চলে। এই গ্রামে যাতে কোনও ক্ষতি না হয় তাইএই উদ্যোগ গ্রামবাসীদের। বছরের পর বছর তারা এই ধারাকেই বজায় রেখেছেন।তবে ভোটের দিনেতারা সুষ্ঠুভাবে আনন্দ সহকারে ভোট দিয়েছেন সকলেই।
শর্মিষ্ঠা ব্যানার্জি