বহরমপুরের প্রাণকেন্দ্র ব্যারাক স্কোয়ার ময়দান। আর সেই ব্যারাক স্কোয়ার ময়দানেই ক্রিকেট খেললেন ইউসুফ পাঠান। ব্যাট ধরে ছক্কা হাঁকালেন ইউসুফ।
বহরমপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গাতে সকাল থেকেই ঘুরে বেড়ালেন ইউসুফ পাঠান। কোথাও ভোটারদের সঙ্গে তুললেন সেলফি, কোথাও আবার নির্বাচন কেমন হচ্ছে, তাও খতিয়ে দেখেন। আর বহরমপুর শহরে প্রবেশ করতেই ঘড়ির কাঁটায় ছটা বাজার পরেই তিনি আনন্দে খেললেন ক্রিকেট। আর দিনের শেষে ইউসুফ পাঠানকে চেনা ভূমিকায় দেখা যেতেই খুশি প্রকাশ করেছেন তৃণমূল কর্মী ও সমর্থকরা। ক্রিকেট খেলে বেশ ভাল লাগছে বলেও উচ্ছ্বাস প্রকাশ করেন ইউসুফ পাঠান।
advertisement
ইউসুফের কথায়, ”আমি খুবই আপ্লুত ও আনন্দিত। খুব ভাল ভাবেই আজকে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আর আমি আশাবাদী মানুষ আমার পাশে ছিল। আর ক্রিকেট খেলেও ভাল লাগল আজ।”
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
May 13, 2024 9:06 PM IST