সায়নী ঘোষ জানান, আজ আর বাবাকে বাজারে যেতে হবে না। বাজারে প্রচারের ফাঁকে শাক-সবজি মাছ কিনবেন। সেই মতো তিনি প্রচারে এসে বাজার থেকে মাছ শাকসবজি কিনে নিয়েছেন। এই প্রচন্ড গরমের পারদ বেড়েছে অনেকটাই। গোটা রাজ্যে ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা। আর এই প্রচন্ড গরমের জন্যে সকাল সকাল নেমে পড়েছেন ভোট ময়দানে জনসংযোগ বৃদ্ধি করতে যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ।
advertisement
আরও পড়ুনঃ রচনার প্রচারে ঝড় তুললেন দেব! ভোকাল টনিক দিলেন ‘দিদি নম্বর ১’কে, যা বললেন…
এদিন তিনি প্রচারের শেষে বলেন যাদবপুরে একেবারে শেষ দফার ভোট ফলে প্রচারের অনেকটা সময় পাওয়া যাবে। তাতে অনেকটাই সুবিধা হবে । এদিন তিনি বারুইপুর এলাকায় বারুইপুরের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচার সেরে পথ চলতি ও রাস্তায় দাঁড়িয়ে থাকা বহু মানুষের সঙ্গে তিনি জনসংযোগ ছাড়েন তার পাশাপাশি তিনি প্রচারের মধ্যে দিয়ে বারুইপুর কাছারি বাজারে বাজারও করে নেন।
সুমন সাহা