যাদবপুর লোকসভা বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য বারুইপুর পশ্চিম বিধানসভার বারইপুর সিপিআইএম জেলা পার্টি অফিস থেকে টোটো ও বাইক করে র্যালি করে ভোট প্রচার শুরু করেন। সেখান থেকে তিনি হরিহরপুর গ্রাম পঞ্চায়েতে ও মল্লিকপুর গ্রাম পঞ্চায়েত বিভিন্ন এলাকায় তার প্রচার পর্ব করেন। সৃজন ভট্টাচার্য দক্ষিণ চব্বিশ পরগনা সিপিআইএমের জেলা কার্যালয়ে বারুইপুর থেকে ভোট প্রচার শুরু করে হরিহর গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন এলাকা ঘুরে মল্লিকপুর স্টেশন দিয়ে মল্লিকপুর গ্রাম পঞ্চায়েত গনিমা এলাকা থেকে সুভাষগ্রাম পাঁচপোতা পর্যন্ত এই প্রচার করেন।
advertisement
মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতে গণিমা এলাকায় একটি মাঠে ছেলেরা ক্রিকেট খেলছিল। সেখানে গিয়ে সৃজন ব্যাট হাতে নেমে পড়েন। সৃজন ভট্টাচার্যের এই বাইক ও টোটো র্যালিতে ছিলেন বেশ কিছু বাইক ও বেশ কিছু টোটো এবং সিপিআইএমের কর্মীরা। তিনি যেটা জানান মল্লিকপুর যাদবপুর বিধানসভা-সব মানুষ সিপিআইএমকে ভোট দেবেন, জেতার ব্যাপারে তিনি কিন্তু নিশ্চিত যে ভাবে মানুষের সাড়া পাচ্ছেন প্রথম দিন থেকে আজও পর্যন্ত।
সুমন সাহা