একসময় উত্তরপ্রদেশের 'নেতাজি' মুলায়ম সিং যাদবের কেন্দ্র ছিল এই মৈনপুরী। এই কেন্দ্র থেকে ৫ বার ভোটে লড়েছেন প্রয়াত সপা প্রধান। এবার তাঁর মৃত্যুর পরে তাঁরই ফেলে যাওয়া কেন্দ্র থেকে ভোটে লড়ছেন তাঁর পুত্রবধূ ডিম্পল যাদব। যোগীর উত্তরপ্রদেশে ক্রমশ ডি-ফোকাসে চলে যাওয়া অখিলেশ যাদবের কাছে এই লড়াই আদতে এক প্রেস্টিজ ফাইট।
advertisement
আরও পড়ুন: বেহালার স্মৃতি এখনও দগদগে ক্ষত, তবু নিষেধাজ্ঞা উড়িয়েই বিক্রি হচ্ছে ভেজাল সরষের তেল!
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, দিনের শুরুতে ভোট নিয়ে মানুষের মধ্যে অনীহা চোখে পড়লেও, দিন গড়াতেই পাল্টাতে শুরু করে ছবিটা। উত্তরপ্রদেশের মৈনপুরীতে দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়ে প্রায় ৪০ শতাংশ।
আরও পড়ুন: কাঁথির জবাব কাঁথি থেকেই, অভিষেকের পাল্টা সভা করবেন শুভেন্দু
অন্যদিকে, দিনের শুরু থেকেই ভোটে কারচুপির অভিযোগ তুলতে শুরু করেন অখিলেশরা। ভোট কেনার অভিযোগ থেকে ভয় দেখানো পর্যন্ত, বিজেপির বিরুদ্ধে পর পর অভিযোগ তুলতে থাকে সমাজবাদী পার্টি। সপা-র তরফে মৈনপুরীর ভোগাঁও এলাকার একটি ভিডিও ট্যুইট করে দাবি করা হয়, ভোট কিনতে টাকা বিলোচ্ছে বিজেপি। এছাড়া, কিসনি এলাকায় পুলিশ ভোটারদের ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছে বলেও দাবি করে অখিলেশের দল। অখিলেশ অভিযোগ তোলেন, "নির্বাচন কমিশন নয়, উত্তরপ্রদেশের উপ নির্বাচন নিয়ন্ত্রণ করছে উত্তরপ্রদেশের যোগী সরকার।"
মৈনপুরী ছাড়াও, উত্তরপ্রদেশের রামপুর সদর, কাটাওলি, ওড়িশার পাদামপুর, রাজস্থানের সর্দারশহর, বিহারের কুরহানি এবং ছত্তীসগঢ়ের ভানুপ্রতাপপুর বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনের ভোটগ্রহণ হয় সোমবার। ভোটগ্রহণ শুরুর দিকে ওড়িশার পাদমপুরে ইভিএম-এ গন্ডগোল হলেও, পরের দিকে মোটের উপরে সুষ্ঠুভাবেই হয় ভোট।