Suvendu Adhikari: কাঁথির জবাব কাঁথি থেকেই, অভিষেকের পাল্টা সভা করবেন শুভেন্দু
- Published by:Debamoy Ghosh
- Reported by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
অভিষেক যেদিন কাঁথিতে গিয়ে সভা করেন, সেদিনই তৃণমূল সাংসদের খাসতালুক এবং সংসদীয় এলাকা হিসেবে পরিচিত ডায়মন্ড হারবারে সভা করেছিলেন শুভেন্দু অধিকারীও৷
#কলকাতা: গত শনিবার কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়ি থেকে ঢিল ছো়ড়া দূরত্বে সভা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ শুভেন্দু সহ গোটা অধিকারী পরিবারকে নিশানা করেই একের পর এক অভিযোগ করেছিলেন তৃণমূল সাংসদ৷ পাশাপাশি, শুভেন্দু লেজ গুটিয়ে কাঁথি থেকে পালিয়েছেন বলেও তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন অভিষেক৷
বিজেপি সূত্রে খবর, এবার কাঁথি থেকেই অভিষেকের অভিযোগ এবং কটাক্ষের পাল্টা জবাব দেবেন বিরোধী দলনেতা৷ সম্ভবত আগামী ২১ নভেম্বর কাঁথিতে পাল্টা সভা করবেন শুভেন্দু অধিকারী৷ বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যেই প্রশাসনের কাছে সভা করার অনুমতি চাওয়া হয়েছে। জানা গিয়েছে, কাঁথি কলেজ মাঠ কিম্বা কাঁথি রেল স্টেশন সংলগ্ন ময়দানে সভার পরিকল্পনা নিয়েছে গেরুয়া শিবির।
advertisement
advertisement
অভিষেক যেদিন কাঁথিতে গিয়ে সভা করেন, সেদিনই তৃণমূল সাংসদের খাসতালুক এবং সংসদীয় এলাকা হিসেবে পরিচিত ডায়মন্ড হারবারে সভা করেছিলেন শুভেন্দু অধিকারীও৷ কাঁথি থেকে যা যা বক্তব্য রেখেছেন অভিষেক, পাল্টা সভা করে তার জবাব দেবেন শুভেন্দু।
advertisement
কাঁথিতে গিয়ে শুভেন্দুর বিরুদ্ধে সরাসরি একাধিক দুর্নীতিতে জড়িয়ে থাকারও অভিযোগ করেছিলেন অভিষেক৷ দাবি করেছিলেন, তমলুক এবং কাঁথিতে লোকসভা উপনির্বাচন হলে তৃণমূলই জিতবে৷ পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলকে বিন্দুমাত্র জমি ছাড়তে নারাজ বিজেপি৷ বিশেষত বিরোধী দলনেতার খাসতালুকে অভিষেকের তোলা অভিযোগের জবাব না দিলে জনমানসে ভুল বার্তা যেতে পারে বলেই মত গেরুয়া শিবিরের৷
advertisement
অভিষেক এবং শুভেন্দুর দ্বৈরথ অবশ্য নতুন কিছু নয়৷ অতীতেও একজনের সভার পাল্টা সভা করেছেন দুই নেতাই৷ পরস্পরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগও এনেছেন তাঁরা৷ এবার কাঁথির সভা থেকে শুভেন্দু অভিষেককে কী জবাব দেন, সেদিকেই তাকিয়ে থাকবে রাজনৈতিক মহল৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 05, 2022 11:59 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suvendu Adhikari: কাঁথির জবাব কাঁথি থেকেই, অভিষেকের পাল্টা সভা করবেন শুভেন্দু