TRENDING:

Mamata Banerjee: ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই, বৈধ ভোটার বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই’: মমতা

Last Updated:

কেউ ভুল বোঝালে বুঝবেন না, সূর্য একটাই হয়। আতঙ্কিত হওয়ার কিছু নেই, বৈধ ভোটার বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই। খসড়া লিস্ট বেরোক, আমরা দেখে নেব, তারপরে পাড়ায় পাড়ায় সাহায্য। যা দরকার, আমাদের পাড়া আমাদের সমাধানের মতোই পাশে দাঁড়াব ৷ বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

advertisement
আবীর ঘোষাল, বনগাঁ: মতুয়াগড়ে মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বনগাঁ ত্রিকোণ পার্কে সমাবেশের পর মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। চাঁদপাড়া থেকে ঢাকুরিয়া হাইস্কুল পর্যন্ত মিছিল চলে। ‘‘বাংলাকে আঘাত করলে, প্রত্যাঘাত পাবে, জিরোতে নামিয়ে আনব। এরা বাংলাকে ঘৃণা করে। সারা দেশকেই দখল করে বাংলাকেও দখল করতে চাও? যতই চেষ্টা করুক, তোমাদের ভোটাররাই আমাদের জেতাবে। বিজেপিকে সাবধান করছি, মানুষের প্রাণ নিয়ে খেলবেন না। SIR-র নামে NRC-র চক্রান্ত, বৈধ ভোটার বাদ গেলে ছেড়ে কথা বলব না। আমরা থাকতে কারও কিছু হবে না, নিশ্চিন্তে থাকুন’’, বনগাঁর সভা থেকে মতুয়াদের আশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের।
 বৈধ ভোটার বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই’: মমতা বন্দ্যোপাধ্যায়
বৈধ ভোটার বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই’: মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement

আরও পড়ুন– এসআইআরে বাংলায় বাদ পড়তে পারে অন্তত ১০ লক্ষ নাম ! এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানাল কমিশন

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘‘এসআইআর প্রক্রিয়া অপরিকল্পিতভাবে হয়েছে বলে আমরা মনে করি। বিএলও-দের প্রশিক্ষণ হয়নি। বিএলও মারাও গিয়েছেন। হাসপাতালে আছেন ১০ জন। রিঙ্কু চিঠিতে লিখে গিয়েছেন, তাঁর মারা যাওয়ার জন্য ইসি দায়ী। কার কথায় চলছেন? ৩ বছর সময় নিয়ে SIR করুন। ঘটিবাটি বিক্রি করে সাহায্য করব। ড্রাফট লিস্ট বেরোলে দেখবেন কী ভয়ঙ্কর অবস্থা। তার সঙ্গে এখন আবার জুড়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আসল বাদ, নকল আসল হয়ে গিয়েছে। রোবটের মতো। এটা এখন বিজেপির পরিকল্পনা ইভিএম খারাপ করে দেয়। মানুষ ৩-৪ ঘণ্টা কষ্ট করে দাঁড়িয়ে থাকে। আবার সীমান্তে গিয়ে ভয় দেখান। বিহারে আপনারা যে গেম করেছেন তা ওরা ধরতে পারেনি। এখানে পারবে না। আমরা ধরে নিয়েছি। আগামী ভোটে গুজরাতে হারবে। বাংলা পেতে গিয়ে গুজরাত হারাবে। দেশ তো হারাবেই ৷ ভোট আসলে মনে হয় মহিলাদের অ্যাকাউন্টে ১০ হাজার ! তাও সবার নয়। কী ভাবছ নিজেকে? কোথায় পালাবে জায়গা ঠিক করে রাখো ৷ আমাকে আঘাত করলে সারা দেশ হেলিয়ে দেব। ভোটের পরে আমি সারাদেশ চষে বেড়াব। এখানে SIR হবে। আর অসমে হবে না। মণিপুরে হবে না। অরুণাচল, মিজোরাম, নাগাল্যান্ডে হচ্ছে না তো। বাংলাকে আসলে এদের জব্দ করতে হবে। কিন্তু বাংলার হিম্মত আছে দিল্লি দখল করার ৷’’

advertisement

আরও পড়ুন– বাড়বে প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি, তবে নতুন শ্রম আইন ‘টেক হোম স্যালারি’-র পরিমাণ কমিয়ে দিতে পারে !

তিনি আরও বলেন, ‘‘ভয় পাবেন না। যতক্ষণ তৃণমূল কংগ্রেস থাকবে। একটা লোকের গায়ে আঁচড় লাগলে সেটা আমার গায়ে লাগবে। বাংলাকে আঘাত করলে প্রত্যাঘাত হবে। যা পেয়েছিলে তা শূন্যে নামিয়ে আনব। বাংলাকে ভালবাসেনা, তাই মণীষীদের অপমান করে। আমি বাংলাদেশিদের ভাষায় কথা বলি, ক্ষমতা থাকলে আমাকে গ্রেফতার করুক ৷ আমার বাংলা ভাল থাকলে দেশ ভাল থাকবে। আর আঘাত করলে, প্রত্যাঘাত সহ্য করতে হবে। সারা দেশ দখল করেছ। বাংলা দখল করতে চাও। কিন্তু এখানে জনগণের আদালতে হবে বন্দি। তোমাদের ভোটাররাই আমাদের ভোট দেবে। তাই সতর্ক করছি বিজেপি দলকে। ভয় দেখাবেন না, আতঙ্ক ছড়াবেন না।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে ফিতের মতো, দিঘার মোহনায় শীতের সময় এই মাছের বিরাট চাহিদা
আরও দেখুন

শান্তনু ঠাকুরকে এদিন বিঁধলেন মমতা ৷ তিনি বলেন, “বড়মা যখন অসুস্থ, কোথায় ছিলেন? একবার নয়। ৬ বার নার্সিংহোমে ভর্তি করিয়েছি। বালু আমাকে খবর দিতেন। বালু মানে জ্যোতিপ্রিয়।ঠাকুরবাড়ির উন্নয়ন আমরাই করেছি। বিশ্ববিদ্যালয় করেছি। যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশ, ততক্ষণ রাখুন বিশ্বাস”, অভয়বাণী মমতার। ‘‘জানেন তো, জীবিত বাঘের চেয়ে আহত বাঘ বেশি ভয়ঙ্কর। তাই আঘাত করবেন না। আঘাত করলে প্রত্যাঘাত সহ্য করতে হবে।” হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর ৷

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Mamata Banerjee: ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই, বৈধ ভোটার বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই’: মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল